পার্থ খাঁড়া, আমাদের ভারত, ৪ অক্টোবর: নেশাগ্রস্ত অবস্থায় মানসিক অবসাদে নিজের মা- বাবাকে ধারালো অস্ত্রের কোপ। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লকের খরপরা এলাকায়। আজ সকালে প্রতিবেশীরা বাড়ির ভেরতে দু’জনকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে। খবর দেওয়া হয় সবং থানায়।

ঘটনাস্থলে যায় সবং থানার পুলিশ আধিকারিক। মৃত দু’জনের নাম ভীম হাঁসদা ও সোমবারি হাঁসদা। অভিযুক্ত ছেলের খোঁজ করছে পুলিশ। মৃতদেহ উদ্ধার করেছে সবং থানার পুলিশ।কী কারণে এই খুন পুরো বিষয়টি ইতিমধ্যে খতিয়ে দেখছে পুলিশ আধিকারিক।

