বাবার শ্রাদ্ধানুষ্ঠানে দরিদ্রদের খাদ্য সামগ্রী বিতরণ ছেলের

আমাদের ভারত, হাওড়া, ১৪ মে: লকডাউনের মাঝেই পিতৃ বিয়োগ হয়েছিল আমতা ২ নং পঞ্চায়েত সমিতির সভাপতি সুকান্ত পালের। শুক্রবার ছিল শ্রাদ্ধানুষ্ঠান। আর এই দিনে কোনও অতিথি আপ্যায়ন না করে এলাকার ৪০০ জন দরিদ্র মানুষের হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়ার মনস্থির করেন তিনি। আর সেইমত বৃহস্পতিবার দুপুরে দুঃস্থ মানুষের হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। এদিন সামাজিক দূরত্ব বজায় রেখে মানুষের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন মন্ত্রী ডা: নির্মল মাজি।

বাবার শ্রাদ্ধানুষ্ঠানে এই ধরনের আয়োজন সম্পর্কে আমতা ২ নং পঞ্চায়েত সমিতির সভাপতি সুকান্ত পাল জানান, লকডাউনে আত্মীয় স্বজন অতিথিদের আসাও যেরকম অসুবিধা সেইরকম অধিক সংখ্যক মানুষের জমায়েত করাটাও সমস্যা। অন্যদিকে এই সময় অনেক মানুষ চরম সমস্যায় ভুগছেন। তাই অনুষ্ঠানে আমার যে অর্থটা খরচ হতো সেই অর্থের খাদ্য সামগ্রী কিনে গরিবদের মধ্যে বিতরণ করলাম। এর ফলে একদিকে যেমন গরিব মানুষদের উপকার হল অন্যদিকে আমি সেই রকম মানসিক তৃপ্তি পেলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *