মাথায় হাতুড়ি মেরে মা’কে খুন করায় গ্ৰেপ্তার ছেলে, চাঞ্চল্য ছাতনায়

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ৩১ জুলাই: মাথায় হাতুড়ি ও ছুরি দিয়ে আঘাত করে নৃশংস ভাবে মা’কে খুন করল গুণধর ছেলে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে গতকাল রাতে বাঁকুড়ার ছাতনা ২ নম্বর অঞ্চলের চন্ডিদাস পল্লী এলাকায়। পুলিশ জানিয়েছে, মৃতার নাম বন্দনা মন্ডল (৫৫)। তার নিষ্প্রাণ দেহ উদ্ধার করে প্রথমে ছাতনা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এরপরই মৃতদেহটি ময়নাতদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজের মর্গে পাঠানো হয়।

মৃতার স্বামী স্বপন মন্ডল আক্ষেপ চেপে না রেখেই বলেন, আমার এই কুলাঙ্গার ছেলে সুমন্ত্র কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনীর জওয়ান ছিল। কিন্তু সেখানেও ঝামেলা করে গত বছর সেপ্টেম্বরে চাকরিতে ইস্তফা দিয়ে বাড়ি ফিরে আসে। সব সময় বুলেট গাড়ি নিয়ে ঘুরে বেড়ায়। খাবার সময় বাড়িতে আসে। আমি বা ওর মা কিছু বললেই আমাদের মারধর করতো। ছেলে বলে কিছু করতে পারিনি। এবার আমি ওর ফাঁসি চাইছি। ওর মত একটা খুনির এই সাজা পাওয়াই উচিত।

এ প্রসঙ্গে স্বপনবাবু বলেন, গতকাল সন্ধের ঠিক আগে আমি ছাতনা বাজারের দিকে যাই। ওর মা সাবান আর বিস্কুট আনতে বলেছিল। রাত ৮ টা নাগাদ বাড়ি ফিরে দেখি দরজা জানালার কপাট সব ভিতর থেকে বন্ধ। দীর্ঘক্ষণ ডাকাডাকির পরও কোনো সাড়া শব্দ না পাওয়ায় আত্মীয়দের নিয়ে ছাতনা থানায় খবর দিই। পুলিশ এসে দরজা ভেঙ্গে ঢুকে দেখে মায়ের পাশেই বসে আছে খুনি ছেলে। পুলিশ তাকে আটক করে নিয়ে যায়। আজ সকালে ছাতনা থানায় স্বপনবাবু ঘাতক ছেলের নামে লিখিত অভিযোগ দায়ের করেন। এদিনই তাকে বাঁকুড়া আদালতে তোলা হলে বিচারক জামিন নামঞ্জুর করে ৩ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *