আমাদের ভারত,৪ জানুয়ারি:সংশোধিত নাগরিকত্ব আইন বিরোধী আন্দোলনকারীদের হুঁশিয়ার করে দিলেন কর্নাটকের বেল্লারির বিজেপির এক বিধায়ক। বিধায়ক সোমশেখর রেড্ডি আন্দোলনকারীদের বললেন, যদি তোমাদের বিরুদ্ধে দেশের সংখ্যাগুরুরা রাস্তায় নামছ তাহলে কি হবে?”
সোমশেখর বলেন, “আমরা দেশের জনসংখ্যার ৮০ শতাংশ আর তোমরা ১৫ শতাংশ। অতএব ভেবে দেখো একবার সংখ্যাগুরুরা যদি তোমাদের বিরুদ্ধে রাস্তায় নামে তাহলে কি হবে”?
বেঙ্গালুরু দক্ষিণের বিধায়ক তেজস্বী সূর্যের কথা টেনে তিনি বলেন তেজস্বী যা বলেছিল সঠিক বলেছিল। যারা রাস্তায় নেমেছে তারা আসলে পাংচারওয়ালা কিংবা অশিক্ষিত। ওদের ভুল বোঝাচ্ছে কংগ্রেস।
বেল্লারির বিধায়ক বলেন রাস্তায় নেমে যারা সরকারি সম্পত্তি ধ্বংস করছে উত্তরপ্রদেশের মতো এখানেও তাদের এক শিক্ষা দেওয়া হবে।
নাম না করে পাকিস্তানের উদাহরণ টেনে সোমশেখর বলেন, “এটা আমাদের দেশ, ওদের দেশের প্রধানমন্ত্রী বলেছিলেন সেখানে থাকতে গেলে তাদের মত চলতে হবে, নইলে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেবে। ভারতে এই রকম পরিস্থিতি ডেকে আনবেন না।”
অন্যান্য রাজ্যের মতো কর্ণাটক নাগরিকত্ব আইন বিরোধী আন্দোলন চলছে। বিক্ষোভে ১৯ ডিসেম্বর পুলিশের গুলিতে মৃত্যু হয়েছে দুজনের।