নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ৪ জুলাই : দক্ষিণ কলকাতার বিজেপির সভাপতি পদ থেকে ইস্তফা দিলেন সোমনাথ ব্যানার্জি। দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষের হাতেই ইস্তফা পত্র জমা দিয়েছেন তিনি।
প্রসঙ্গত, বিজেপি নেতা সোমনাথ ব্যানার্জির বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক মহিলা সহবাসের অভিযোগ তোলেন। মহিলা নিজেই বিজেপি কর্মী। তিনি দক্ষিণ কলকাতার বিজেপি সভাপতি সোমনাথ ব্যানার্জির বিরুদ্ধে হরিদেবপুর থানাতেও অভিযোগ দায়ের করেন। এমনকি অভিযোগকারিনীর সঙ্গে আর্থিক প্রতারণা করার অভিযোগ উঠেছে দক্ষিণ কলকাতার ওই বিজেপি সভাপতির বিরুদ্ধে। অভিযোগ প্রকাশ্যে আসতেই কড়া সিদ্ধান্ত নেন দিলীপ ঘোষ।
শুক্রবার সোমনাথ ব্যানার্জিকে ডেকে পাঠান দিলীপ ঘোষ। দলের সংগঠন সম্পাদক সুব্রত ব্যানার্জিও সোমনাথ ব্যানার্জির সঙ্গে কথা বলেন। তারপরেই তাকে পদত্যাগ করার কথা বলেন বিজেপির রাজ্য সভাপতি। দেরি না করে সোমনাথ ব্যানার্জিও দিলীপ ঘোষের হাতে পদত্যাগ পত্র তুলে দেন। কিন্তু তাকে দক্ষিণ কলকাতায় দলের কাজ করতে পারবেন বলে জানিয়েছেন দিলীপ ঘোষ। তিনি জানিয়েছেন, আদালত যদি তাকে নির্দোষ বলে তবে ফের তাকে স্বপদে ফেরানো হবে।