আমাদের ভারত, ২৩ সেপ্টেম্বর: কোনো কোনো দেশের পতাকায় চাঁদ আছে। কিন্তু এখন চাঁদে আছে ভারতের পতাকা। এভাবেই বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে মোদী সরকারের সাফল্যের খতিয়ান তুলে ধরে বিরোধীদের তোপ দেগেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
লোকসভার বিশেষ অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার বলেছেন, অনেকে ভাবতো বিজেপি সরকার বুঝি শুধু মন্দির বানায় কিন্তু এটা প্রমাণ হয়ে গেছে, যারা মন্দির বানায় তারা বিজ্ঞান ও প্রযুক্তির উন্নতি সাধনে কতটা তৎপর।
লোকসভার বিশেষ অধিবেশনে সুকান্ত মজুমদার বলেন, “কোনও কোনও দেশের পতাকায় চাঁদ আছে আর ভারতের পতাকা চাঁদে আছে। বিরোধীরা এর আগে বারবার বলত, মোদী সরকার শুধু মন্দির তৈরি করে কিন্তু এবার প্রমাণ হয়ে গেল আমাদের সরকার শুধু মন্দির তৈরি করে না বিজ্ঞান ক্ষেত্র নিয়েও আমরা সমান ভাবনা চিন্তা করি। মাত্র কয়েকটি দেশ এর আগে চাঁদে গিয়েছে এবার ভারত সফল হল। চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করা সবচেয়ে কঠিন। কিন্তু ভারত সেটা করে দেখিয়েছে।”
তিনি আরো বলেন, “ভারত এই মুহূর্তে গ্লোবাল ইনোভেশন ইনডেক্সে ৪১ নম্বরে রয়েছে। ১৯১৪ সালে ৮১ নম্বরে ছিল। মোদীজির উদ্যোগে এই উন্নয়ন সম্ভব হয়েছে। প্রধানমন্ত্রী যে কথা বারবার বলেন , সেই আত্মনির্ভর ভারতের লক্ষ্যে চন্দ্রযান একটি বড় পদক্ষেপ। পশ্চিমঙ্গের উত্তরভাগ যা সবচেয়ে অবহেলিত অথচ সেখানকার বেশ কয়েকজন বিজ্ঞানী এই চন্দ্র অভিযানের সাফল্যে যথেষ্ট অবদান রেখেছেন।

এই প্রসঙ্গে বলতে গিয়ে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তার করা একাধিক মন্তব্য নিয়ে কটাক্ষ করেন। তিনি বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন রাকেশ রোশন চাঁদে গিয়েছেন আবার বলেছেন ইন্দিরা গান্ধীও চাঁদে গিয়েছেন। তাহলে এর থেকেই বোঝা যাচ্ছে বাংলা কোন অবস্থার মধ্যে পড়ে আছে।

