India Book, Bankura, গীতা বঙ্গানুবাদে সর্বকনিষ্ঠা হিসেবে ইণ্ডিয়া বুক অব রেকর্ডসে বাঁকুড়ার সোমা

সোমনাথ বরাট, আমাদেরত ভারত, বাঁকুড়া, ৩০নভেম্বর: সর্বকনিষ্ঠা মহিলা হিসেবে শ্রীমদ্ভাগবত গীতা বঙ্গানুবাদ করে ইণ্ডিয়া বুক অব রেকর্ডসে নাম তুলেন বাঁকুড়া শহরের সোমা চৌনী। বাঁকুড়া শহরের নির্মলডাঙ্গা এলাকার বাসিন্দা সোমা চৌনী ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী শ্রীমদ্ভাগবত গীতার বঙ্গানুবাদ করেন। ‘ইণ্ডিয়া বুক অব রেকর্ডস থেকে শংসাপত্র, মেডেল সহ অন্যান্য সামগ্রী তার কাছে এসে পৌঁছেছে।

পেশায় শিক্ষিকা সোমার বঙ্গানুবাদ করা শ্রীমদ্ভাগবত গীতা কলকাতার একটি নামী প্রকাশনী সংস্থা প্রকাশ করেছে। বাঁকুড়ার নির্মল ডাঙ্গার বাড়িতে সোমা চৌনী সংবাদ মাধ্যমকে জানান যে, গীতার সারমর্ম উপলব্ধি করা ও বাস্তব জীবনে তা প্রয়োগ করতে পারলে মানুষের জীবন যাপন সহজ হয়ে যায়। সেই উদ্দেশ্যে তিনি এই উদ্যোগ নিয়েছিলেন। অত্যন্ত সহজ সরল ভাষায় বঙ্গানুবাদ করার পাশাপাশি প্রতিটি শ্লোকের অর্থও তার বই-এ দেওয়া হয়েছে। সকলের সহজেই বোধগম্য হওয়া সম্ভব। ইণ্ডিয়া বুক অব রেকর্ডসের অধিকারিণী হয়ে তাঁর খুব ভালো লাগছে। এতে এরকম নতুন আরও কিছু করার প্রতি আগ্রহ বেড়েছে বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *