আমাদের ভারত, মেদিনীপুর, ৩০ মার্চ: সারা দেশজুড়ে চলছে লকডাউন প্রক্রিয়া। এর মধ্যে বাজারে আসা অনিয়ন্ত্রিত লোকেদের পুলিশ এর আগে লাঠি দিয়ে মাধ্যমে শায়েস্তা করেছে। পুলিশের রূঢ় আচরণে কিছু মানুষ অসন্তোষ প্রকাশ করে পুলিশের অতি সক্রিয়তা বলে প্রশ্ন তোলেন। এরপর পুলিশ গান্ধীগিরির পন্থা নেয়।
সোমবার এরই মাঝে ছুটিতে থাকা কেন্দ্রীয় বাহিনীর এক জওয়ান আইন ভেঙ্গে অতি সক্রিয় হয়ে লকডাউন অমান্যকারী কিছু ছেলেকে প্রকাশ্য রাস্তায় কান ধরে উঠবস করান।
বেলদার দৈনন্দিন বাজারে সবজি কিনতে বেরনো এক যুবককে বাইকের চারিদিকে কান ধরে উঠবস করাতে দেখা গিয়েছে। তবে কি কারণে ওই যুবককে শাস্তি দেওয়া হয়েছে তা স্পষ্ট করে জানানো হয়নি। তবে পুলিশ সূত্রে খবর, কেন্দ্রীয় সুরক্ষা বাহিনীর জওয়ান বেলদার বাড়িতে ছুটিতে রয়েছেন। যে কাজ তিনি করেছেন তা আইনবিরুদ্ধ। কেন্দ্রের কোনও জওয়ানকে এ কাজ করার অনুমোদন এখানে দেওয়া হয়নি। পরে পুলিশ তাকে ধমক দিয়ে বাড়ি পাঠায়।