আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ২৯ জানুয়ারি: বসিরহাট মহাকুমার হাসনাবাদ টাকি এস এল গার্লস হাই স্কুলে থ্রি ফেজ এর ফটো ভোল্ট পাওয়ার প্লান্টের উদ্বোধন করলেন রাজ্য বিদ্যুৎ মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায়। ছিলেন বিধায়ক দিপেন্দু বিশ্বাস, টাকি পৌরসভার প্রশাসক আজিজুল গাজি, স্কুলের শিক্ষক শিক্ষিকা থেকে ছাত্রছাত্রীরা।
শুক্রবার দুপুর বারোটা নাগাদ স্কুল চত্বরে প্রদীপ জ্বালিয়ে বসিরহাট দক্ষিণ বিধানসভার আটটি স্কুল ও একটি কলেজে সৌরশক্তি চালিত ফায়ার ফটোভোল্টিক ফায়ার সিস্টেম চালু করলেন। গত এক বছর ধরে তৈরি হওয়া এই প্রজেক্টে খরচ হয়েছে প্রায় ৫০ লক্ষ টাকা। আগামী দিনে ধীরে ধীরে অন্যান্য স্কুলেও এই পরিষেবা চালু হবে, তার জন্য পরিকল্পনা চলছে, কাজও শুরু হয়েছে। মন্ত্রী বলেন, আগামী দু’মাসের মধ্যে ১৫০ মেগাওয়াট সৌরশক্তি বিদ্যুৎ পরিষেবা আমরা দিতে পারব। স্বাধীনতার পরে এটা অভূতপূর্ব উন্নয়ন, কান্ডারী হলে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপনারা জানেন, স্কুলগুলোকে বিদ্যুতের বিল মিটাতে মোটা টাকা খরচ করতে হত, সেই টাকা তাদের উদ্বৃত্ত হলে একদিকে যেমন স্কুল উন্নয়ন প্রকল্পের কাজে লাগাতে পারবে, স্কুলের বিভিন্ন পরীক্ষার কাজেও অনেকটা সাহায্য হবে।
বসিরহাট টাউন হাই স্কুলের শিক্ষক দেবদাস সরকার বলেন, আমাদের মাসে ৫০ হাজার টাকা বিল দিতে হতো, সেটা এখন আর দিতে হবে না। এমনকি এক লাখ পর্যন্ত টাকা দিতে হতো স্কুল থেকে কলেজ কর্তৃপক্ষকে। সেটা আজ দিতে হবে না। পাশাপাশি বিদ্যুৎ উদ্বৃত্ত হলে সেই বিদ্যুৎ সিএসটিতে দেওয়ার ফলে আমাদের মুনাফা আসবে। সব মিলিয়ে একদিকে দূষণমুক্ত পরিবেশ তৈরি হবে, অন্যদিকে স্কুলের ছাত্রছাত্রীরা সেই পরিষেবা সম্পূর্ণ বিনামূল্যে পাবে।