জে মাহাতো, মেদিনীপুর, ৩০ সেপ্টেম্বর: খড়্গপুরে একটি দলীয় সভা থেকে ফিরে করোনায় আক্রান্ত হয়েছেন তৃণমূলের নেতা তথা অভিনেতা সোহম চক্রবর্তী। গত ২৬ সেপ্টেম্বর শনিবার করোনার প্রকোপে জর্জরিত খড়গপুর শহরের গোল বাজার এলাকার রাম মন্দিরে দলের এক অনুষ্ঠানে যোগ দিয়ে কলকাতায় ফিরে যাওয়ার পর সংক্রমণের কবলে পড়েছেন তৃণমূলের যুব শক্তির নেতা তথা অভিনেতা সোহম চক্রবর্তী। জানাগেছে, খড়্গপুরের সভা থেকে কলকাতায় ফিরে তিনি শারীরিক অস্বস্তি বোধ করছিলেন। গতকাল মঙ্গলবার রাতে তার করোনা পজিটিভ রিপোর্ট আসার পর কোনও ঝুঁকি না নিয়ে রাতেই তিনি কলকাতার অ্যাপোলো হাসপাতালে ভর্তি হয়েছেন। হাসপাতাল সূত্রে জানাগেছে, সামান্য উপসর্গ থাকায় তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। তবে তার অবস্থা আপাতত স্থিতিশীল।
পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল সূত্রে জানাগেছে, গত শনিবার খড়্গপুরে অনুষ্ঠিত যুব শক্তির সভায় বিজেপি থেকে তৃণমূলে যোগ দেওয়া প্রায় ৬০০ জন অভিনেতা সোহমের হাত থেকে দলীয় পতাকা নিয়েছেন। এছাড়াও সভামঞ্চে এবং মঞ্চের নিচে আড়াইশো জনের বেশি তৃণমূল নেতা-কর্মী উপস্থিত ছিলেন। অভিনেতাকে দেখার জন্যও সভায় ভিড় জমিয়েছিলেন সাধারণ মানুষও। সব মিলিয়ে প্রায় হাজার খানেক মানুষ সেখানে উপস্থিত ছিলেন। ফলে সোহম কলকাতা থেকেই সংক্রমিত হয়ে খড়্গপুরে এসেছিলেন নাকি করোনা জর্জরিত খড়গপুর শহরে এসেই সংক্রমিত হয়েছেন তা নিয়ে সকলেই উদ্বেগে রয়েছে।