“সমাজতন্ত্রের অর্থ ভন্ডামি, ভারতবর্ষ এগিয়ে যাবে রাম রাজত্বের পথেই”

আমাদের ভারত, ৩ মার্চ: ভারতবর্ষে রাম রাজত্ব গড়ে তুলতে হবে। ফের এই বার্তা দিয়েছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তার মতে ভারতে সমাজতন্ত্রের প্রয়োজন নেই। তার মতে সমাজতন্ত্র আসলে এক শ্রেণির নেতার বৃহত্তম ভন্ডামি। মানুষকে ক্ষমতাশালী করার মিথ্যে প্রতিশ্রুতি।

যোগীর দাবি, সমাজতন্ত্রে ধনী গরিব হয়, গরিবকে দাসে পরিণত করা হয়। একমাত্র রাম রাজ্য গড়ে উঠলেই সাধারণ মানুষের উন্নতি হবে। উত্তরপ্রদেশ বিধানসভার বাজেট অধিবেশনে বিবৃতি দিতে গিয়ে একথা বলেছেন যোগী। বিধানসভায় বাজেট বিতর্কে সমাজবাদী পার্টির প্রধান বলেন, সমাজতন্ত্র ছাড়া রাম রাজ্য সম্ভব না। তার জবাবে রাম রাজ্য নিয়ে বার্তা দেন যোগী। তিনি বলেন, রাম রাজ্যের পথে এগোবে দেশ। এবারের বাজেটে যার ভিত্তিপ্রস্থর স্থাপিত হলো। এ বছরই ভগবান রামের বিরাট মন্দির তৈরি হবে।

যোগীর দাবি, সমাজতন্ত্র পৃথিবীর কোথাও সমৃদ্ধি আনেনি। সমাজতন্ত্র আসলে মরীচিকা। তিনি বলেন, এতে ধনী গরিব হয়, গরিব দাসে পরিণত হয়। বুদ্ধিজীবীরা বোকায় পরিণত হয়। সমাজতন্ত্র হলো এক শ্রেণির নেতার সবচেয়ে বড় ভন্ডামি, যারা সাধারণ মানুষকে ক্ষমতাশালী করার মিথ্যে প্রতিশ্রুতি দেয়।

এরপরই যোগীর মন্তব্য, ভারতে সমাজতন্ত্রের প্রয়োজন নেই। উত্তরপ্রদেশ রাম রাজ্যের মাটি, সেই আদর্শে তার অগ্রগতি হবে। একমাত্র অর্থনৈতিক সমৃদ্ধি, উন্নয়নমূলক কাজ এবং রাজনৈতিক সততাই নাগরিকদের জীবনের সুখ ও সমৃদ্ধিতে ভরে তুলতে সক্ষম।

উত্তরপ্রদেশ বিধানসভায় নিজের বক্তব্যে অখিলেশ যাদব বলেছিলেন, সরকারকে সবকা সাথ সাবকা বিকাশে সমাজতন্ত্রের দিকটি বুঝতে হবে। সমাজতন্ত্র ছাড়া রাম রাজ্য সম্ভব নয়। কিন্তু যোগী এক কথায় সেই দাবি উড়িয়ে দিয়ে রাম রাজত্বেই ভারতে অগ্রগতি সম্ভব বলে দাবি করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *