আমাদের ভারত, মেদিনীপুর, ১৭ জুন: করোনার দ্বিতীয় সংক্রমণ মোকাবিলায় কেশপুরের অঞ্চল প্রধানের হাতে মাস্ক ও স্যানিটাইজার তুলে দিলেন ওই এলাকার বিশিষ্ট সমাজসেবী বাদল মিদ্দা। কেশপুরের বিভিন্ন এলাকায় করোনার দ্বিতীয় সংক্রমণের প্রাদুর্ভাব দেখা দেওয়ার পর কেশপুর ১১ নম্বর অঞ্চলের কলাগ্রামের বাসিন্দা বিশিষ্ট সমাজসেবী বাদল মিদ্দা অঞ্চল প্রধানের মাধ্যমে এলাকার বাসিন্দাদের মাক্স ও স্যানিটাইজার দিয়ে সাহায্য করে পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন।
জানা গিয়েছে, মোটামুটি পারিবারিক সচ্ছলতার কারণে এবং সমাজসেবার নেশায় বাদলবাবু বছরের বেশিরভাগ সময় বিভিন্ন সেবামূলক কাজের সঙ্গে যুক্ত থাকেন। গ্রাম পঞ্চায়েত প্রধানের হাতে বৃহস্পতিবার মাস্ক ও স্যানিটাইজার তুলে দিয়ে তিনি বলেন, এই মহামারী ভাইরাস থেকে সাধারণ মানুষকে রক্ষা করার লক্ষ্যে তাদের পাশে দাঁড়াতে আমার সাধ্যমত সামান্য এই উদ্যোগ।

