স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ৩ সেপ্টেম্বর: আগুনে গ্রাসে সর্বহারা তিনটি পরিবারকে বৃহস্পতিবার ইটাহারে পলিথিন, কাপড় সহ খাদ্য সামগ্রী তুলে দিলেন বিশিষ্ট সমাজ সেবক আব্দুল সাত্তার।

উল্লেখ্য, গত কাল গভীর রাতে ইটাহার থানার সরুন দুই অঞ্চলের কোটার গ্রামে কান্ডু শেখের গোয়াল ঘরে দেওয়া ধোঁয়ার খড় কুটোর আগুন থেকে কান্ডু শেখ সহ পাশাপাশি দুটি বাড়ি আক্তার আলি ও নুর রহমতের বাড়িতে আগুন ধরে গেলে স্হানীয় বাসিন্দারা আগুন নেভানোর চেষ্টা করলেও কোনও লাভ হয়নি। তিনটি দুঃস্থ পরিবারের বাঁশের বেড়া ও টিনের চালা ঘরে থাকা জিনিস পত্র সহ ধান চাল সব পুড়ে ছাই হয়ে। সব কিছু হারিয়ে ফেলে তিনটি পরিবার, আহত হয় কয়েকটি গবাদি পশু।

তবে ব্লক প্রশাসনের তরফে পলিথিন সহ অন্যান্য জিনিসপত্র ওই তিনটি পরিবারকে বৃহস্পতিবার দেওয়া হলেও, খবর পেয়ে এদিন বিকেল নাগাদ কোটার গ্রামে যায় ইটাহার থানার দুর্লভপুর অঞ্জলের ভাগনইল গ্রামের বাসিন্দা সমাজ সেবক আব্দুল সাত্তার। পেশায় স্থানীয় পঞ্চায়েত সরকারি কর্মী। এদিন আব্দুল সাত্তার কোটার গ্রামে গিয়ে আগুনে পুড়ে যাওয়া তিনটি দুঃস্থ পরিবারের সদস্যদের হাতে পলিথিন, কাপড়, লুঙ্গি, চাল ডাল সহ অন্যান্য খাদ্য সামগ্রী তুলে দেন।

আব্দুল সাত্তার বলেন, আমি রাতেই খবর পেয়েছিলাম কিন্তু রাতে না আসতে পারলেও আজ আগুনে পুড়ে যাওয়া দুঃস্থ পরিবারগুলোর পাশে থাকতে তাদের হাতে পলিথিন, কাপড়, লুঙ্গি সহ অন্যান্য খাদ্য সামগ্রী তুলে দিলাম।

