লালগড়ে মেদিনীপুর ডিএভি পাবলিক স্কুলের সমাজসেবা মূলক কর্মসূচি

জে মাহাতো, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ৮ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর ডিএভি পাবলিক স্কুলের ব্যবস্থাপনায় ৮ ফেব্রুয়ারি সোমবার ঝাড়গ্রাম জেলার লালগড় থানার অন্তর্গত কয়েকটি প্রত্যন্ত গ্রামের কিছু দরিদ্র অসহায় মানুষদের মধ্যে কম্বল ও শুকনো খাবার বিতরণ করা হয়। লালগড় থানার বামাল গ্রামের একটি প্রাথমিক শিশু শিক্ষা কেন্দ্রে আয়োজিত একটি শিবিরের মাধ্যমে লালগড় ব্লকের দামুজানা, বহড়া মনি, মেটাল, বামাল ও কদম খন্ডি গ্রামের আর্থিক দিক থেকে পিছিয়ে থাকা লোধা ও শবর শ্রেণির মানুষদের হাতে কম্বল, শুকনো খাবার ও ফল তুলে দেওয়া হয়।

এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক বনমালী বিশওয়াল সহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক শিক্ষিকারা। এই কাজে বিদ্যালয়কে সহযোগিতার হাত বাড়িয়ে দেন পশ্চিমবঙ্গ লোধা শবর সমাজের সম্পাদক উত্তম সর্দার বিশিষ্ট সমাজসেবী ঝর্ণা আচার্য, মেদিনীপুর ছাত্রসমাজের কোষাধক্ষ্য কৌশিক কঁচ। বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকা ও অশিক্ষক কর্মীর উদ্যোগে বিদ্যালয়ের পক্ষ থেকে এই মহতি কাজের জন্য, গ্রামবাসীরা বিদ্যালয় প্রধানকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাসহ বিদ্যালয়ের ভূমিকার ভুয়সী প্রশংসা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *