মোদীর ডাকে সাড়া দিয়ে রাস্তায় নেমে প্রতিদিন খাবার দিচ্ছেন সমাজসেবী জয়া বসু

নীল বনিক, ৩ এপ্রিল: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ডাকে সারাদিয়ে অভুক্ত মানুষকে প্রতিদিন দু’মুঠো খাবার ব্যাবস্থা করছেন বিশিষ্ট সমাজসেবী জয়া বসু। উত্তরচব্বিশ পরগনার পানিহাটি পুরসভার ২২ নং ওয়ার্ডের বাসিন্দা জয়া বসু। তিনি শুক্রবার এই ওয়ার্ডের ৫০ জন মানুষের মধ্যে খাবার বিতরন করলেন। ২কেজি চাল, ৫০০ গ্রাম মুসুর ডাল, ২ কেজি আলু, ২০০ গ্রাম সোয়াবিন মানুষের মধ্যে বিতরন করেন। লকডাউন চলাপর্যন্ত এভাবেই তিনি প্রতিদিন মানুষকে খাবার দেবেন বলে জানিয়েছেন।

নিজে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমর্থক। গতবছর তিনি দিলীপ ঘোষের হাত থেক পতাকা নিয়ে বিজেপিতে যোগ দেন। কিন্তুু লকডাউনের মধ্যে মানুষের কাছে খাবার পৌছে দেবার সময় কোনও রাজনীতি চান না জয়া বসু। তিনি বলেন, আমি সম্পূর্ন ব্যক্তিগত উদ্যোগে খাবার বিতরণ করছি। আমার পরিবারের সদস্যদের নিয়েই এইকাজ করছি। খাবার দেবার সময় কোনও মতাদর্শ প্রচার করা উচিত নয়। তাই খাবার দেবার সময় কোনও রাজনৈতিক কথা বলছি না। তেমনি প্রধানমন্ত্রী সহ বিজেপির পতাকাও নিচ্ছি না। রাজনীতি করার অনেক সময় আছে। মোদীর কাজ প্রচার করার সময় নিশ্চই পাবো। তবে এমন সময় আমি কখনও দেখেনি। তাই এইসময় মানুষের পাশে আমার সাধ্যমত দাঁড়াচ্ছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *