আমাদের ভারত, মেদিনীপুর, ৮ জানুয়ারি: স্বনির্ভর গোষ্ঠী ও স্বনিযুক্তি দপ্তর আয়োজিত পশ্চিম মেদিনীপুর জেলা সবলা মেলা ২০২১ এর আনুষ্ঠানিক উদ্বোধন হল আজ। মেদিনীপুর শহরের কলেজিয়েট ময়দানে এদিন প্রদীপ প্রজ্জ্বলনের মধ্যে দিয়ে মেলার উদ্বোধন করেন রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি ও পরিবেশ মন্ত্রী ডঃ সৌমেন মহাপাত্র। এছাড়াও উপস্থিত ছিলেন জেলাশাসক রশ্মি কমল, অতিরিক্ত জেলাশাসক প্রতিমা দাস, জেলাপরিষদের সভাধিপতি উত্তরা সিংহ হাজরা, সদর মহকুমাশাসক নীলাঞ্জন ভট্টাচার্য, কর্মাধ্যক্ষ শ্যামপদ পাত্র সহ অন্যান্যরা। মেলায় জেলার সমস্ত ব্লক থেকে স্বসহায়ক গোষ্ঠীর মহিলারা ২৪ টি স্টল দিয়েছেন। যেখানে তাদের হাতের তৈরি নানান সামগ্রী প্রদর্শনী ও বিক্রয়ের ব্যবস্থা থাকছে। মেলা চলবে আগামী ১৪ জানুয়ারি পর্যন্ত।