পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৮ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের মেধাবী মাধ্যমিক পরীক্ষার্থী স্নেহাশীষ জানা মাধ্যমিকের ভূগোল পরীক্ষা দেওয়ার পর হঠাৎ জটিল রোগে অসুস্থ হয়ে পড়ে। তাকে কলকাতার নীলরতন সরকার হাসপাতালে ভর্তি করা হয় এবং হাসপাতাল থেকেই তার মাধ্যমিক পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করে দেওয়া হয় মধ্যশিক্ষা পর্যদ থেকে।

জানা গেছে, পিংলার সাহরদা কালিপদ হাই স্কুলের এই ছাত্র মঙ্গলবার পরীক্ষার পর অসুস্থ হয়ে পড়লে তার দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হয়। মধ্যশিক্ষা পর্ষদের পশ্চিম মেদিনীপুর জেলা আহ্বায়ক শুভেন্দু গুঁইন এবং মনিটরিং সেলের দুই সদস্য সুকুমার ভুঁইঞা ও ওমপ্রকাশ সাহু এই ছাত্রের বিষয়ে জানতে পেরে তাকে কলকাতার নীলরতন সরকার হাসপাতালে ভর্তির ব্যবস্থা করেন। মাধ্যমিকের পরবর্তী পরীক্ষাগুলি যাতে ওই ছাত্র হাসপাতাল থেকেই সুষ্ঠুভাবে দিতে পারে তার ব্যবস্থা করে দেন।

