বারুইপুরে ভরদুপুরে ছিনতাই, চাঞ্চল্য এলাকায়

আমাদের ভারত, দক্ষিণ ২৪ পরগনা, ২৪ আগস্ট: এক সপ্তাহের মধ্যে আবারও ছিনতাইয়ের ঘটনা ঘটল বারুইপুর শহরে। ফের ভরদুপুরে বারুইপুরে ছিনতাই করে পালাল দুষ্কৃতিরা। ব্যাঙ্ক থেকে সরকারি ঘর তৈরির ২৩ হাজার টাকা নিয়ে বাড়ি ফেরার পথে এক মহিলার ব্যাগ থেকে টাকা নিয়ে গলির মধ্যে দিয়ে অটো চেপে চম্পট দিল দুই দুষ্কৃতি। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

অভিযোগ, মিনু বিবি নামে এক মহিলা বারুইপুরের এক রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক থেকে টাকা তুলে রাস্তা দিয়ে যাচ্ছিলেন। সেই সময় পিছন থেকে একটি অটোয় করে এসে ঐ মহিলার টাকা ছিনিয়ে নেয় দুষ্কৃতিরা। মহিলা কিছু বুঝে ওঠার আগেই তার হাত থেকে ব্যাগ ছিনিয়ে নেওয়া হয়। রবিবার দুপুর ১-৩০টা নাগাদ বারুইপুরের ১০ নম্বর ওয়ার্ড ঋষি বঙ্কিম নগরে ঘটনাটি ঘটেছে চার্জ সংলগ্ন এলাকায়।

মিনু দেবী বলেন, “পুরসভার সরকারি প্রকল্পের টাকায় বাড়ি তৈরি হচ্ছিল। এদিন সেই কাজেই শিবানীপীঠ সংলগ্ন ব্যাঙ্ক থেকে ওই টাকা তুলে নিয়ে বাড়ি ফিরছিলাম সেই টাকা ছিনতাই হয়ে গেল। আমি কি করে ঘর তৈরি করবো।”

এদিকে, পরপর বারুইপুরে দুবার ছিনতাইয়ের ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন বাসিন্দারা। প্রসঙ্গত, সপ্তাহ খানেক আগে বারুইপুরের উকিলপাড়ায় এক পোল্ট্রি ফার্মের কর্মীকে অস্ত্র দেখিয়ে ৯৭ হাজার টাকা নিয়ে বাইকে করে চম্পট দিয়েছিল দুই দুষ্কৃতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *