আমাদের ভারত, হাওড়া, ১২ জুলাই: মাছ ধরার ঘুনি থেকে উদ্ধার হল ৬ ফুট লম্বা একটা বিষধর কেউটে সাপ। জানা গেছে, শনিবার রাতে বাগনানের মুকুন্দদিঘি গ্রামের জনৈক বাসিন্দা গ্রামের শ্মশানের কাছে মাছ ধরার জন্য একটি ঘুনি পাতে। রাতে ঘুনিতে আটকে পড়ে কেউটে সাপটি। রবিবার সকালে স্থানীয় বাসিন্দারা কেউটে সাপটিকে দেখতে পেয়ে বন দফতরে খবর দিলে বন দফতরের কর্মীরা সাপটিকে উদ্ধার করে গড়চুমুক প্রাণী স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়।