জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ৩১ অক্টোবর: শনিবার সকালে একটি বিরল প্রজাতির খরিস সাপ উদ্ধার করেছে বনদপ্তরের কর্মীরা। পশ্চিম মেদিনীপুরের বেলদা থানার অন্তর্গত খাকুরদা বাজার এলাকায় এক ব্যক্তির বাড়ির সামনে থেকে সাপটি তারা উদ্ধার করে।
সূত্রের খবর, শনিবার দুপুর নাগাদ এক ব্যক্তির বাড়ির কাছে এই সাপটিকে ঘোরাফেরা করতে দেখেন স্থানীয় বাসিন্দারা। সৌমেন চৌধুরি নামে এক ব্যক্তি সাপটিকে যাতে কেউ আঘাত না করে সেজন্য নজর বন্দি রেখে খবর দেয় বেলদা বনদপ্তর অফিসে। বনদপ্তরের কর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে এসে ওই সাপটিকে উদ্ধার করে নিয়ে যায়। এই খরিস সাপটি বিরল প্রজাতির বলে বনদপ্তর সূত্রে জানাগেছে।