আমাদের ভারত, হাওড়া, ১২ সেপ্টেম্বর: মাছ ধরার জন্য পাতা ঘুনিতে আটকে পড়া দুটি কেউটে সাপ উদ্ধার করল বন দফতরের কর্মীরা। জানাগেছে, শুক্রবার রাতে বাগনানের কামারদহ গ্রামের বাসিন্দা শম্ভু ঘোষ মাছ ধরার জন্য রূপনারায়ণ নদী সংলগ্ন খালে ঘুনি পাতেন। শনিবার সকালে ঘুনিতে মাছ পড়েছে কিনা দেখতে গিয়ে দেখেন সেখানে আটকে আছে দুটি বিষধর কেউটে সাপ। পরে স্থানীয় বাসিন্দারা বন দফতরে খবর দিলে বন দফতরের কর্মীরা সাপ দুটি উদ্ধার করে গড়চুমুক প্রাণী স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়।