অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ১১ সেপ্টেম্বর: লকডাউনের দিন বিষধর চন্দ্রবড়া সাপ উদ্ধার কে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো গোপীবল্লভপুরে। স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুরের বড়বাজারের বাসিন্দা শঙ্কর সাউর বাড়িতে দেখা যায় চন্দ্রবোড়া বা সিয়ালচাঁদা সাপটিকে। তার পরেই গ্রামবাসীদের সাহায্যে সাপটিকে ধরে নদীর ধারে ফাঁকা জঙ্গলে ছেড়ে দেওয়া হয়।
এবিষয়ে বাসিন্দা গৌরসুন্দর দাস বলেন, “বাড়ির চারপাশ পরিষ্কার করার সময় এই সাপটি দেখা যায়। সাপটি অনেক দিনের পুরোনো যেটা লম্বা প্রায় ৪ ফুট আর অনেকটাই মোটা। সাপটি ভীষণ গর্জন করছিল। বাসিন্দারা সবাই আতঙ্কের মধ্যে রয়েছেন। সাপটি কোথা থেকে এসেছিল জানা নাই। এত বড় সিয়ালচাঁদা সাপ আগে কেউ দেখেনি। আমরা সাপটাকে উদ্ধার করে সুবর্ণরেখা নদীর পাশের এক জঙ্গলে ছেড়ে দিয়ে এসেছি।