কুমারেশ রায়, আমাদের ভারত, মেদিনীপুর, ৫ নভেম্বর: বৃহস্পতিবার বিকেলে দুটো গোখরো সাপ উদ্ধার করল বন দপ্তর। ওয়াইল্ডলাইফ রিকভারি টিমের পক্ষে মলয় ঘোষ জানান, দরিঅযোধ্যায় অজিত ধাড়া মাছের ঘুনি রেখেছিলেন। ওই ঘুনির মধ্যে প্রায় ৬ ফুট লম্বা একটি গোখরো সাপ দেখা যায়। বনদপ্তরে খবর গেলে উদ্ধারকারী দল সাপটিকে উদ্ধার করে।
অন্যদিকে, ঘাটাল পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডে অরূপ মাঝির বাড়িতে একটি গোখরো সাপ উদ্ধার করে বন দপ্তর। মলয় বাবু জানান, দুটি সাপকেই স্বাস্থ্য পরীক্ষার পর গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।