Snake, Bankura, জমির সাথে লোকালয়েও সাপের উপদ্রব বাড়ছে, বাঁকুড়ায় মৃ*ত্যু আতঙ্কে চাষিরা

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ৮ নভেম্বর: জমির সাথে সাথে লোকালয়েও একের পর এক সাপের উপস্থিতির কারণে বাঁকুড়া জেলার শালতোড়া ও ছাতনা ব্লকে সাপ আতঙ্ক দেখা দিয়েছে। এনিয়ে ক্ষোভ বাড়ছে জনমানসে।

শালতোড়ার ঢেঁকিয়া গ্রামে গত বৃহস্পতিবার বিকেলে প্রায় ৬ ফুট লম্বা একটি ময়াল সাপ নজরে আসে গ্রামবাসীদের। গ্রামবাসীদের কাছে খবর পেয়ে সাপটি উদ্ধার করে শালতোড়া বনদপ্তর। এতে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এই ঘটনার ঠিক আগের দিন বুধবার ছাতনার এথানী এলাকায় ধান কাটতে গিয়ে জমিতে প্রায় ১৫ ফুট লম্বা ও ৩০ কেজি ওজনের একটি বিশাল আকৃতির ময়াল সাপ দেখতে পান গ্রামবাসীরা।বিশাল আকারের ময়াল বা ইন্ডিয়ান রক পাইথন দেখা যাওয়ার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। সাপ দেখতে ভিড় জমে যায়। অনেকেই মোবাইলে ছবি তোলেন। এই খবর পেয়ে বনদপ্তরের কর্মীরা সাপটিকে ধরে নিয়ে যায় ও কিছুক্ষণ পর্যবেক্ষণে রেখে গভীর জঙ্গলে নিরাপদে ছেড়ে দেয়।

এদিকে সাপ নিয়ে রটনা ও ঘটনা নিয়ে সচেতনতা প্রসারে গান ও নাটকের মাধ্যমে শালতোড়া, তিলুড়ি এলাকায় প্রচার চালায় মাই ডিয়ার এন্ড ওয়াইল্ডস্ নামক এক স্বেচ্ছাসেবী সংস্থা।

উল্লেখ্য, গত মঙ্গলবার ছাতনার সরবেড়িয়া গ্রামের বছর বারোর কিশোর সন্দীপ রানা দুপুরে ধান জমি দেখতে গিয়েছিল, তখন বিষধর সাপে কামড়ায় তাকে।পরিবারের অভিযোগ, সাপে কামড়েছে বুঝতে পেরে পাঁচ মিনিটের মধ্যেই নিকটবর্তী ছাতনা সুপার স্পেশালিটি হাসপাতালে যায় ওই কিশোর। সেখান তাকে দ্রুত অ্যান্টিভেনম দেওয়ার বদলে অভিভাবকদের ডেকে আনতে বলা হয়। পরিবারের সদস্যদের নিয়েও যায় ওই কিশোর। তখন কর্মরত চিকিৎসক বলেন যে কিশোরকে সাপে কামড়ায়নি। কোনও কাঠির আঘাত লেগেছে। কিন্তু কিশোর সাপে কামড়ের বিষয়ে নিশ্চিত থাকায় পরিবার ওই কিশোরকে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে নিয়ে যায়। ততক্ষণে অনেকটাই দেরি হয়ে যায়। কিশোরটির মৃত্যু হয়।

স্থানীয় বাসিন্দারা সেই দেহ ছাতনা সুপার স্পেশ্য়ালিটি হাসপাতালে নিয়ে গিয়ে তুমুল বিক্ষোভ দেখান। হাসপাতাল চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ছাতনা থানা থেকে পুলিশ বাহিনী হাসপাতালে যায়। মৃতের ময়নাতদন্তের রিপোর্ট তুলে ধরে পুলিশকে ঘিরেও বিক্ষোভে ফেটে পড়েন এলাকার বাসিন্দারা। এই ঘটনার প্রকৃত তদন্ত করে চিকিৎসকের শাস্তির দাবি করা হয়। বিক্ষোভের চাপে পড়ে হাসপাতাল কর্তৃপক্ষ তদন্ত কমিটি তৈরি করা হবে বলে জানান। সেই রেশ এখনও কাটেনি। এখনও চলছে মোমবাতি মিছিল সহ প্রতিবাদ আন্দোলন। তারই মধ্যে প্রায় প্রতিদিন এলাকায় সাপ ঢুকে পড়ায় আতঙ্ক বাড়ছে। তবে এই এলাকায় সাপ লোকালয়ে ঢুকে পড়ার একটা প্রবণতা দেখা যায়।

বনবিভাগের তথ্য অনুসারে শালতোড়া ব্লকে গত ২০২৪ -২৫ সালে প্রায় পঞ্চাশটি সাপ উদ্ধার করেছে তারা। এই সাপগুলির মধ্যে রয়েছে ২৭ ভারতীয় কোবরা, ৯ পাইথন বা অজগর, ২ কমন স্যন্ড বোয়া, ৫ শঙ্খিনী, ১ ইন্ডিয়ান ক্রেইট, ১ ব্ল্যাক কোবরা, ৪ র‍্যাট স্নেক এবং ১ কমন ক্রেইট। স্বেচ্ছাসেবী সংস্থার শিল্পীদের বক্তব্য, ইন্দুর ধরতে সাপ চাষের জমিতে ঢুকে পড়ছে। এতে ফসল নষ্ট কম হয়। চাষিদের সচেতন থাকার আবেদন জানান তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *