সীমান্তে দাপিয়ে বাড়ছে চোরাকারবার, ফের বিএসএফের জালে পোষা প্রাণী সহ প্রচুর মাছের ডিম উদ্ধার

সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ৩০ মে: সীমান্তে দাপিয়ে বাড়ছে চোরাকারবারীদের দাপট। সেই সঙ্গে যুদ্ধকালীন তৎপরতায় মোকাবিলা করছে বিএসএফ জওয়ানরা। সোমবার রাতে ফের ভারত- বাংলাদেশ সীমান্ত থেকে আটক করেছে বিড়াল, কুকুর ও মাছের ডিম।

বিএসএফ সূত্রের খবর, এদিন ঠিক সন্ধে সাড়ে সাতটা নাগাদ তিন দুষ্কৃতী বিএসএফের নজর এড়িয়ে বাংলাদেশে সীমান্তের দিকে যেতে দেখে। বিএসএফ জওয়ানরা তাদের ঘিরে ফেলে। জওয়ানদের দেখে দুষ্কৃতীদের হাতে থাকা ব্যাগ ফেলে ঘন জঙ্গলের সুযোগ নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে পাঁচ ব্যাগ মাছের ডিম, দুটি রটবিলার জাতের কুকুর ও একটি হিমালয়ান প্যারিসন বিড়াল উদ্ধার করে। বিএসএফ আধিকারিক জানিয়েছেন, আটক করা মাছের ডিমের আনুমানিক মূল্য ৫০ হাজার টাকা। এছাড়া কুকুর বিড়ালের আনুমানিক মূল্য কয়েক লক্ষ টাকা।

১৫৩ নং ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার বলেন, বিরল প্রজাতির পাখি এবং জলজ প্রাণীর পাচার বন্ধে বিএসএফ কঠোর ব্যবস্থা নিচ্ছে। তিনি স্পষ্ট ভাষায় বলেন, বিএসএফ জওয়ানরা কোনো অবস্থাতেই তাদের এলাকা থেকে কোনো ধরনের চোরাচালান হতে দেবেন না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *