স্মার্ট মিটার বসানোর প্রতিবাদ, আন্দোলন ও অবস্থান সারা ভারত ফরওয়ার্ড ব্লকের জলপাইগুড়ি শাখা কমিটির

আমাদের ভারত, জলপাইগুড়ি, ১৩ ডিসেম্বর: বিদ্যুত গ্রাহকদের বাড়ি বাড়ি স্মার্ট মিটার বসানোর উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই স্মার্ট মিটার বসানোর জন্য হাজার হাজার টাকা ও বিদ্যুৎতের বিল বেশি আসবে, এর প্রতিবাদে জলপাইগুড়িতে আন্দোলন ও অবস্থান বিক্ষোভে সামিল হল সারা ভারত ফরওয়ার্ড ব্লকের জলপাইগুড়ি শাখা কমিটি। বুধবার শহরে মিছিল করে জেলাশাসক দফতরের সামনে বিক্ষোভ দেখিয়ে স্মারকলিপি তুলে দিলেন নেতা কর্মীরা।

এ দিনের কর্মসূচি থেকে দাবি তোলা হয়, স্মার্ট মিটার প্রস্তাব বাতিল করতে হবে। জলপাইগুড়ি জেলা হাসপাতলের পূর্ণাঙ্গ পরিকাঠামো জেলা হাসপাতাল হিসেবে পরিচালনা করতে হবে। তিন ও চার নম্বর ঘুমটিতে রোড আন্ডার ব্রিজ তৈরি করতে হবে। সাউথ বেরুবাড়ি গ্রাম পঞ্চায়েতের অধীনে বিভিন্ন গ্রামে চোরাপাচার বন্ধ করে নাগরিকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে- সহ মোট নয় দফা দাবি তোলা হয়েছে।

ফরওয়ার্ড ব্লকের নেতা গোবিন্দ রায় বলেন,”স্মার্ট মিটার বাতিল করে প্রতি মাসের বিদ্যুৎ বিল প্রতিমাসে দেওয়ার দাবি জানাই। এছাড়াও আরও একাধিক দাবি তুলে এ দিনে আন্দোলন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *