ছোট মৃত্যু! রাজ্যে শিশু মৃত্যু নিয়ে মমতার মন্তব্যকে অসংবেদনশীল বললেন সুকান্ত, ব্যর্থ দূরদৃষ্টিহীন সরকার বলে তোপ বিজেপি নেতার

আমাদের ভারত, ৬ মার্চ: শেষ কয়েক সপ্তাহ ধরে রাজ্যে শিশু মৃত্যুর ঘটনা সামনে আসছে। সোমবার সকালেও রাজ্যে দুটি শিশুর মৃত্যু হয়েছে। গত ১০ দিনে রাজ্যে ৪৩টি শিশুর মৃত্যু হয়েছে। অ্যাডিনো ভাইরাসের কারণে এই মৃত্যুর ঘটনা ঘটছে বলে মনে করা হচ্ছে। আর এই শিশু মৃত্যুর ঘটনায় রাজ্যের তৃণমূল সরকারকে
একহাত নিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তার মতে এই সরকার দূরদৃষ্টিহীন একটি ব্যর্থ সরকার।

অ্যাডিনো ভাইরাস মোকাবিলায় রাজ্য সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ বলেই এদিন সাংবাদিক সম্মেলনে রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দাগেন সুকান্ত মজুমদার। তার অভিযোগ, এই সমস্যা সমাধান করতে কোনো উদ্যোগও নেয়নি রাজ্য সরকার। কোনো আগাম প্রস্তুতিও ছিল না রাজ্যের। সুকান্ত উদাহরণ হিসেবে বলেন, উত্তরপ্রদেশে কয়েক বছর আগেও গোরক্ষপুরে প্রতি বছর শিশু মৃত্যু হতো। কিন্তু বিষয়টি তারা বিশেষ উদ্যোগ নিয়ে দেখে উপযুক্ত পদক্ষেপ নেন ও সেটা বন্ধ করতে পেরেছেন।

কিন্তু সুকান্ত কটাক্ষ করে বলেন, এখানে শিশু মৃত্যুর ঘটনা ঘটলেও আমাদের মুখ্যমন্ত্রী বর্তমানে অনুব্রত মণ্ডল দিল্লি যাবে কি না, সিবিআই কি করবে? ইডি কি করবে? এসব নিয়ে চিন্তিত। কোনো একজন আইনজীবীকে সিবিআই অ্যারেস্ট করবে কিনা এবং তিনি অ্যারেস্ট হলে মুখ্যমন্ত্রী গিয়ে ধর্না দেবেন কি না এইসব বিষয় নিয়ে মুখ্যমন্ত্রী চিন্তিত। কত শিশু মারা গেল কত মায়ের কোল খালি হলো সেটা নিয়ে বিন্দুমাত্র চিন্তা নেই মুখ্যমন্ত্রীর।

বিজেপির রাজ্য সভাপতি বলেন, স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে রাজ্যের কোনো দূরদর্শিতা নেই। পরিকাঠামো নেই অ্যাডিনো ভাইরাস মোকাবিলা করার। এখানে কোনো ভাইরাল ইনস্টিটিউট নেই। তার জন্য রাজ্য কোনোদিন কেন্দ্রের কাছে বলেওনি। সরকারের তেমন কোনো দৃষ্টিভঙ্গি নেই। তার কথায় রাজ্য সরকারের যদি দূরদর্শিতা না থাকে তাহলে এইরকমই চলবে।

বিজেপির রাজ্য সভাপতি বলেন, রাজ্য সরকারকে দেখে মনে হচ্ছে রাজ্য সরকারের কিছু যায় আসে না। এক একটা পরিবার তাদের সবচেয়ে প্রিয় জনকে হারালো। অথচ ছোট মৃত্যু বড় যন্ত্রণার মতো অসংবেদনশীল মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী। আজ শিশু মৃত্যু নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ছোট মৃত্যু কিন্তু বড় যন্ত্রনা।তাতেই সুকান্ত মজুমদার বলেন, একজন মহিলা হয়ে এহেন মন্তব্য কিভাবে করেন মমতা বন্দ্যোপাধ্যায় বলে প্রশ্ন তোলেন সুকান্ত। তিনি বলেন, ছোট মৃত্যু বড় মৃত্যু এই সব কি মুখ্যমন্ত্রী স্কেলে মাপছেন?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *