আমাদের ভারত, ২৭ জানুয়ারি: প্রজাতন্ত্র দিবসের দিন বিহারের স্কুলে একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠান চলাকালীন মহম্মদ আলী জিন্নাহর নামে স্লোগান তোলার অভিযোগ উঠেছে ওই স্কুলেরই এক শিক্ষকের বিরুদ্ধে। এই ঘটনার পর অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে। (যদিও ভিডিওর সত্যতা যাচাই করেননি আমাদের ভারত।)
বিহারের সুপুল শহরের কিষাণপুর থানার একটি স্কুলে এই ঘটনা ঘটেছে। সোমবার গোটা দেশ ৭৭তম প্রজাতন্ত্র দিবস পালন করেছে। কিশানপুর স্কুলেও সাধারণতন্ত্র দিবস পালিত হয়েছে। অভিযোগ, সেই সময় স্কুলেরই এক শিক্ষক জিন্নার সমর্থনে স্লোগান দেন। স্কুলের অন্য শিক্ষকদের নজরে আসে বিষয়টি। ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানে মহাত্মা গান্ধী, মৌলানা আবুল কালাম আজাদ, ভগৎ সিং- এর নামে স্লোগান দেওয়া হচ্ছে। স্লোগান তুলতে শোনা যায় এক শিক্ষককে। এদের সঙ্গে তাকে জিন্নার নামেও স্লোগান দিতে শোনা যায়।
অনুষ্ঠানের শেষে কর্তৃপক্ষ ওই শিক্ষকের বিরুদ্ধে থানায় অভিযোগ জানান। এরপরই তাকে গ্রেফতার করে পুলিশ। এই বিষয় সুপুলের পুলিশ সুপার বলেন, এক শিক্ষক আপত্তিকর স্লোগান
দিয়েছিলেন এই বিষয়ে কিশানপুর থানায় অভিযোগ দায়ের হয় আমরা বিষয়টি খতিয়ে দেখছি।

