সাথী দাস, পুরুলিয়া, ২ জুলাই: বাসের সাথে লরির মুখোমুখি সংঘর্ষে ২ শিশু সহ ৮ জন যাত্রী আহত হলেন। আহতদের মাথায়, হাতে লাগে। আজ ঘটনাটি ঘটে পুরুলিয়া- জামশেদপুর ৩২ নম্বর জাতীয় সড়কের উপর আড়ষা থানার কোরাং গ্রামের কাছে।
মুখোমুখি ধাক্কায় দুমড়ে মুচড়ে গিয়েছে বাসের সামনের বাঁ দিকের অংশ। লরিটি উল্টে যায়। লরির চালক ও খালাসি পলাতক। ঘটনার পরই আড়ষা থানার পুলিশ দুর্ঘটনাস্থলে পৌঁছায়। বাসের আহত যাত্রী ধনঞ্জয় লোহার বলেন, “বেসরকারি বাসটি সুইসা থেকে পুরুলিয়া যাচ্ছিল। আচমকা একটি রাস্তার বাঁকের কাছে উল্টো দিক থেকে আসা লরি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে বাসটিকে। ধাক্কায় রাস্তার বাঁ দিকে নেমে যায় বাসটি। অন্যদিকে, লরিটি কাত হয়ে পড়ে যায়।”
ঘটনার পর স্থানীয়দের সাহায্যে দুর্ঘটনাগ্রস্ত বাস থেকে আহতরা বেরিয়ে আসেন। আহতদের চাকোলতোর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাঁদের মধ্যে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য পুরুলিয়ায় মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়।