সৌভিক বন্দ্যোপাধ্যায়, কলকাতা, ১৬ ডিসেম্বর: সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে ১৬- ১৯ ডিসেম্বর টানা চারদিনের বিক্ষোভ কর্মসূচি পালন করবে বামেরা। সিপিএম সহ মোট ১৭ টি বাম দল, সহযোগী দল ও গণতান্ত্রিক সংগঠনের পক্ষ থেকে নাগরিকত্ব আইন বিরোধী এই কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। বামেদের এই কর্মসূচিতে সংহতি জানিয়েছে কংগ্রেসও।
রাজ্যজুড়ে প্রতিবাদ কর্মসূচিতে সোম, মঙ্গল ও বুধবার শহর এলাকার বিভিন্ন ওয়ার্ডে ও গ্রামীণ এলাকার বিভিন্ন পঞ্চায়েতে মিছিল, সভা ও বিক্ষোভ কর্মসূচি হবে। ১৯ ডিসেম্বর কলকাতায় হবে কেন্দ্রীয় মিছিল। এই মিছিল মৌলালির রামলীলা পার্ক থেকে শুরু হয়ে এজেসি বোস রোড, মল্লিকবাজার, পার্কস্ট্রিট হয়ে পার্কসার্কাসে শেষ হবে। বামেদের পক্ষ থেকে সর্বস্তরের মানুষকে কর্মসূচিতে সামিল হওয়ার ডাক দেওয়া হয়েছে। শান্তিপূর্ণ প্রতিবাদের পাশাপাশি রাজ্যে সম্প্রীতি-সৌহার্দ্য বজায় রাখার আবেদন করা হয়েছে।