আমাদের ভারত, বনগাঁ, ১৮ নভেম্বর: এনআরসির আশঙ্কায় কাজ থেকে ছাটাই বাংলাদেশিদের। এর ফলে দেশে ফিরছে হাজার হাজার বাংলাদেশি অনুপ্রবেশকারীরা। রবিবার রাতে চোরাই পথে বাংলাদেশে যাওয়ার সময় উত্তর ২৪ পরগণার পেট্রাপোল সীমান্তের জয়ন্তীপুর এলাকা থেকে ছয় মহিলা অনুপ্রবেশকারীকে গ্রেফতার করল ৬৪ নম্বর ব্যাটেলিয়ানের জওয়ান। ধৃতদের নাম, মোসমত লাইলী বেগম, মানোয়ারা বেগম,চাঁদনি বেগম, মোসমা নুপুর, রেফসি গোলাম শেখ, রুমা বেগম। সোমবার তাদের পেট্রাপোল থানার পুলিশের হাতে তুলে দেয় বিএসএফ। এদিন বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বনগাঁ মহকুমা আদালতে তোলা হলে বিচারক ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয়।
সূত্রের খবর, অসমের ঘটনার পর, দিল্লি, মুম্বাই, ব্যঙ্গালোর, হরিয়ানা সহ বিভিন্ন রাজ্যে এনআরসির জন্য আতঙ্কিত মানুষ। এর ফলে ভারতীয় সংগঠন গুলি ভিন দেশের নাগরিকদের কাজ থেকে ছাঁটাই শুরু করেছে। ধৃত মানোয়ারা বেগম, চাঁদনি বেগম, মোসমা নুপুরা বলেন, দীর্ঘ তিন বছর ধরে ব্যঙ্গালুরে একটি সংগঠনের হয়ে পরিচালিকার কাজ করতাম। বৈধ ভারতীয় নথি না থাকায় কাজ থেকে ছাঁটাই করে দিয়েছে। গত দুমাস ধরে বেকার বসে, গোচ্ছিত টাকাও সব শেষ। তাই দেশে ফিরে যাচ্ছিলেন তারা।
বিজেপির জেলার সাধারণ সম্পাদক দেবর্ষি বিশ্বাস বলেন, বাংলাতেও কয়েক লক্ষ বাংলাদেশিরা ঘাঁটি গেড়ে আছে। বাংলাতে এনআরসি হলে এই সব অনুপ্রবেশকারীরা এমনিতেই পালাবে।