সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ৩০ আগস্ট: করোনা মোকাবিলা করতে সাধারণ মানুষকে পরিষেবা দিতে চালু হল বনগাঁ ধর্মতলা রুটে ছয়টি নতুন
এসি বাস। বনগাঁ-ধর্মতাল যাওয়ার সু-বন্দোবস্ত করতে এবার এগিয়ে এলেন বনগাঁ এসি বাস মালিক সমিতি। রবিবার দুপুরে বনগাঁ বাটার মোড় এলাকায় একটি অনুষ্ঠানের আয়োজন করে ছয়টি বাসের উদ্বোধন করা হয়৷
প্রতিদিন সকাল ৫টা থেকে সকাল সাড়ে ৭টা পর্যন্ত ঘন্টায় একটি করে বাস ছাড়বে। বাসগুলি বনগাঁ ইছামতি টার্মিনাস থেকে ছাড়বে এবং বিকেল ৪টে থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত ধর্মতলা থেকে বনগাঁগামী হবে। এই বাসগুলো দেখভালের দায়িত্বে থাকছে বনগাঁ এসি বাস মালিক সমিতি। বাসের সর্বচ্চ ভাড়া থাকছে ২০০ টাকা।
করোনার কারণে এখনও ট্রেন পরিষেবা চালু না হওয়ায় বিপাকে পড়েছেন অফিস যাত্রী থেকে ব্যবসায়ীরা। এই মুহুর্তে বনগাঁ ধর্মতলা নতুন রুটে বাস পরিষেবা চালু হওয়ায় খুশি বনগাঁবাসী।
বনগাঁয় বেশিরভাগ মানুষ ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন৷ ব্যবসার কাজে প্রায়ই তাদের কলকাতায় যেতে হয়৷ ব্যবসায়ীদের দাবি, বনগাঁ থেকে সরাসরি কলকাতা যাওয়ার কোনও বাস ছিল না৷ ফলে চরম ভোগান্তি হয় নিত্যযাত্রীদের৷ এবার সেই সমস্যা অনেকটা কমবে বলে জানান এলাকার ব্যবসায়ীরা৷