স্নেহাশীষ মুখার্জী, আমাদের ভারত , নদিয়া, ৭ জুলাই:
রেল নিয়ে একগুচ্ছ দাবি জানালো সিটু। মঙ্গলবার সিটুর তরফ থেকে পলাশী স্টেশনে অবস্থান বিক্ষোভ দেখানো হয়। তাদের দাবি, রেলকে কোনোভাবেই বেসরকারীকরণ করা যাবে না। স্বাস্থ্যবিধি মেনে ট্রেনে হকারী করতে দিতে হবে। পাশাপাশি প্রত্যেক শ্রমিককে আগামী ছয় মাস পর্যন্ত সাড়ে সাত হাজার টাকা করে সাহায্য করতে হবে। এছাড়া পলাশী স্টেশনে যাত্রীদের যাতায়াতের জন্য ১ নম্বর থেকে ৫ নম্বর লাইনের উপর দিয়ে ফুট ব্রিজ তৈরি করতে হবে।