আমাদের ভারত, কলকাতা, ৮ জানুয়ারি: তৃণমূলকে মোকাবিলা করে ধর্মঘট সফল। বুধবার এই দাবি করলেন সিটুর রাজ্য সম্পাদক অনাদি সাহু। ধর্মঘট সফল করার জন্য রাজ্যবাসীকে অভিনন্দনও জানান তিনি। শ্রমিক ভবনে দশটি কেন্দ্রীয় শ্রমিক সংগঠনের যৌথ সাংবাদিক সম্মেলনে অনাদি সাহু রাজ্যের মুখ্যমন্ত্রীর কড়া সমালোচনা করেন। তিনি বলেন, ধর্মঘট নিয়ে মু্খ্যমন্ত্রী যে ভাষায় কথা বলেছেন তা বিজেপিকেই উৎসাহিত করবে।
এদিনের ধর্মঘটে রাজ্যের বিভিন্ন এলাকায় গাড়ি ভাঙ্গচুর থেকে বোমা উদ্ধার এমন বেশ কিছু ঘটনাও ঘটে। অবশ্য এ ধরনের কোনও ঘটনারই দায় নিতে রাজি হননি সিটুর রাজ্য সম্পাদক অনাদি শাহু।
রাজ্যের বেশ কিছু জেলায় বাসে অগ্নিসংযোগ-ভাঙ্গচুরের মত যে সমস্ত ঘটনা ঘটেছে তার দায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কাঁধেই ঠেলে দিয়েছেন তিনি।
এদিনের সাংবাদিক সম্মেলনে ধর্মঘটী সংগঠনগুলির নেতারা দাবি করেন রাজ্যে শিল্পক্ষেত্রে সরকারি এবং বেসরকারি উভয় ক্ষেত্রেই ধর্মঘট সম্পূর্ণ সফল।