Situ, e-rickshaw, agitation, Jalpaiguri, জলপাইগুড়িতে আন্দোলন সিটু অনুমোদিত ই-রিকশা চালক ইউনিয়নের

আমাদের ভারত, জলপাইগুড়ি, ১১ মার্চ: টোটোর নূন্যতম যাত্রী ভাড়া ১৫ টাকা ও ৪৪টি টোটো ভেঙ্গে ফেলার অভিযোগ তুলে আন্দোলনে নামল জলপাইগুড়ি সিটু অনুমোদিত ই-রিকশা চালক ইউনিয়ন। সোমবার শহরে মিছিল করে টোটো চালকরা একাধিক দাবি তুলে পুরসভা অভিযানে নামেন। যদিও আন্দোলনকারীদের পুরসভার মূল গেটের সামনে ব্যারিকেড দিয়ে আটকে দিয়েছেন।

ইউনিয়নের অভিযোগ, দিন কয়েক আগে শহরের ২০ নম্বর ওয়ার্ডের বামন পাড়া স্কুলের মাঠে ৪৪টি অচল টোটো বুলডেজার দিয়ে ভেঙ্গে ফেলে প্রশাসন আরটিও’র মাধ্যমে। ইউনিয়নকে না জানিয়ে কিভাবে এতগুলো টোটো ভেঙ্গে ফেলা হল? কারা বিবেচনা করলো অচল টোটো? যে সকল টোটো চালকদেত টোটো ভাঙ্গা হলো তাদের ক্ষতিপূরণ দেওয়া হয়েছে কি? এই অভিযোগ তুলে আন্দোলন শুরু করেন টোটো চালকরা। এদিন এর প্রতিবাদ জানিয়ে পুরসভার অভিযানের পাশাপাশি আরটিও অফিসের দ্বারস্থ হলেন টোটো চালকরা।

অন্যদিক এদিন ইউনিয়নের তরফে অভিযোগ করা হয়। টোটোর যাত্রী ভাড়া নূন্যতম পনেরো টাকা করা হয়েছিল। সেই ভাড়া হঠাৎ করে পুরসভার ১০ টাকা করা হয়েছে। ইউনিয়নের জেলা সম্পাদক শুভাশিস সরকার বলেন, “যাত্রী ভাড়া নূন্যতম ১৫ টাকা থেকে ১০ টাকা করা হয়। অন্যদিকে অসংখ্য টোটো ভেঙ্গে ফেলা হয়, এর প্রতিবাদ জানিয়ে আন্দোলন। দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলন শুরু হবে।”

এক টোটো চালক দুলাল রায় বলেন, “আমাদের টোটোর যাত্রী ভাড়া নূন্যতম ১৫ টাকা করা হয়েছিল। সেই ভাড়া ১০ টাকা কেন করা হল? আমরা চাই টোটোর যাত্রী ভাড়া ১৫ টাকা করা হোক।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *