আমাদের ভারত, উত্তর ২৪ পরগনা, ১৬ নভেম্বর:
জম্মুতে পোস্টিং সেনা জওয়ান ভাইকে ভার্চুয়ালি ফোঁটা দিলেন বোন। এই ঘটনা উত্তর ২৪ পরগনার সোদপুর নাটাগড় অঞ্চলের। মোবাইল ফোন লাইভ করে ভাই ও বোন এক সঙ্গে ভাই ফোঁটার আনন্দে মাতলেন।
দেশ সেবায় দাদা তপন দাস বর্তমানে সুদূর জম্মুতে পোস্টিং আছেন। করোনা আবহে কোন ভাবেই তিনি বাড়িতে আসতে পারেননি। তবে বর্তমান অত্যাধুনিক প্রযুক্তির কল্যাণে একেবারে লাইভ ভার্চুয়ালি ভাইফোঁটা সারলেন বোন রূপালী দাস। সোদপুর নাটাগড়ে লাইভে দাদার ছবির সামনে মিষ্টি দিয়ে মুখে দাদার মঙ্গল কামনায় মন্ত্র উচ্চারণ করে দাদার কপালে ফোঁটা দিলেন রূপালী দাস। আধুনিক প্রযুক্তিতে মন খারাপের মধ্যেও সুদূর জম্মুতে বসে সোদপুর নাটাগড়ে উপস্থিত বোনের থেকে ফোঁটা নিয়ে ভীষন খুশি সেনা জওয়ান দাদা।