আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ৩ জুন : তৃণমূলের বিরুদ্ধে কুৎসা প্রচার করছে বিজেপি আর তার বিরুদ্ধে আজ তমলুকে সাংবাদিক বৈঠক করলেন তৃণমূলের জেলা সভাপতি তথা কাঁথির সাংসদ শিশির অধিকারী।
করোনা ও আমফান ঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষে পাশে দাঁড়াতে মা মাটি মানুষের সরকার সবরকম ব্যবস্থা করেছে বলে বুধবার সাংবাদিক বৈঠক করে জানালেন শিশির অধিকারী।
এদিন করোনা পরিস্থিতি ও আমফান ঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকে তাদের সুযোগ সুবিধার কি ব্যবস্থা করা হয়েছে তা জানানোর জন্য তমলুকের সাংসদ অফিসে সাংবাদিক বৈঠকের ব্যবস্থা করা হয়। এই বৈঠকে বিজেপির তৃণমূল বিরোধিতার বিরুদ্ধে মুখ খুললেন শিশির অধিকারী। বৈঠকে দলের জেলা সভাপতি শিশির অধিকারী ছাড়াও উপস্থিত ছিলেন দলের সাধারণ সম্পাদক তথা ভগবানপুরের বিধায়ক অর্ধেন্দু মাইতি, তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারী, তমলুক পুরসভার প্রশাসক তথা চেয়ারম্যান রবীন্দ্রনাথ সেন সহ অন্যান্য নেতৃত্ব।
বিজেপির বিরুদ্ধে বলতে গিয়ে এদিন শিশিরবাবু বলেন, মহামারি করোনার কারণে বহু মানুষ কাজ হারিয়ে অসহায় হয়ে পড়েছে। তার উপর ঘূর্ণিঝড় আমফানে সব তছনছ হয়ে গিয়েছে। বহু কাঁচা ও পাকা বাড়ি, গাছ-পালা, পানের বরজ, পুকুর, মাছ চাষ থেকে বিভিন্ন ধরনের ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। আমরা আমাদের সাধ্যমতো মানুষের পাশে থেকে সাহায্য করে চলেছি। দলমত নির্বিশেষে ক্ষতিগ্রস্ত মানুষরা যাতে ক্ষতিপূরণ পায় তার জন্য কেন্দ্র ও রাজ্যের কাছে আবেদন জানিয়েছি। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার জন্য প্রশাসনের কর্তাব্যক্তি, আমাদের দলীয় নেতা নেতৃত্বরা অক্লান্ত পরিশ্রম করে কাজ করে চলেছে। পরিস্থিতি স্বাভাবিক করার জন্য তৃণমূল সরকার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে।