আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ২৪ নভেম্বর: আজ দল ও প্রশাসনের বিরুদ্ধে বিষ্ফোরক মন্তব্য করলেন জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ সিরাজ খাঁন। তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার কথাও ঘোষণা করেছেন তিনি।
সাংবাদিকদের সামনে তৃণমূল এবং প্রশাসনের বিরুদ্ধে একরাশ ক্ষোভ প্রকাশ করলেন জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ সিরাজ খাঁন। তিনি জানান, তিনি বহু বছর মাছ নিয়ে ব্যবসা করেছেন। মাছ নিয়ে তার বিরাট কর্মকান্ড ছিল। জেলা পরিষদের ভোটে জিতে মৎস্য কর্মাধ্যক্ষের পদ চেয়েও তাকে পদ দেওয়া হয়নি। পরে তাকে খাদ্য কর্মধ্যক্ষের পদ দেওয়া হয়। সেখানেও কাজ করতে এসে পদে পদে বাধা পেয়েছেন তিনি। রেশনে ও মিড ডে মিলে সরবরাহ করা বাজে ছোলা ধরে গোডাউন সিল করে দিয়েও অজ্ঞাত কারনে তার সুরাহা কিছু হয়নি। ফোন করে দলের নেতৃত্বকে জানালেও কোনও ফল মেলেনি। শিশিরবাবুকে ফোন করলে তিনি ফোন ধরলেও শুভেন্দুবাবু বেশিরভাগ সময় ফোন ধরেন না বলে অভিযোগ সিরাজ খাঁনের। তিনি এখনও পদত্যাগ না করলেও দল ছাড়বেন খুব শিঘ্রই এবং বিজেপিতে যোগ দেবেন বলে জানিয়েছেন তিনি।
আগামী ২৫ তারিখ মেচেদায় বিজেপির রাজ্য নেতৃত্বদের নিয়ে সভা রয়েছে। ওই সভাতেই সিরাজ খাঁন বিজেপিতে যোগ দেবেন বলে জানা গেছে। বিশেষ সূত্রে জানা গেছে, সিরাজ খাঁনের মানভঞ্জনের জন্য দলের তরফ থেকে এবং পিকে তথা প্রশান্ত কিশোরের টিমের তরফ থেকে যোগাযোগ করা হয়। দলে থাকার ব্যাপারে পরামর্শ দেওয়া হয়। কিন্তু সিরাজ খাঁন তৃণমূল কংগ্রেস ত্যাগ করে বিজেপিতে যোগ দিতে বদ্ধপরিকর তা তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন। এখন সময়ের অপেক্ষা।