আশিস মণ্ডল, আমাদের ভারত, বীরভূম, ৩০ অক্টোবর: এসআইআর আতঙ্কে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হলেন এক বৃদ্ধ। ঘটনাটি ঘটেছে বীরভূমের ইলামবাজার স্কুল বাগানের সুভাষপল্লিতে। মৃতের নাম ক্ষিতিশ মজুমদার। মৃতের বাড়ি পশ্চিম মেদিনীপুরের কোতোয়ালি থানার কোরাপাড়া গ্রামে। প্রায় পাঁচ-ছয় মাস আগে তিনি ইলামবাজারে মেয়ের বাড়িতে এসেছিলেন। ইলামবাজারের স্কুলবাগান সুভাষপল্লীতে মেয়ের বাড়িতেই থাকতেন। বৃহস্পতিবার সকালে তার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়।
পরিবারের দাবি, এস আই আর আতংকেই আত্মঘাতী হয়েছেন তিনি। নাতনি হিরুবালা মজুমদার বলেন, “সম্প্রতি দাদু বারবার বলতেন, ২০০২ সালের ভোটার তালিকায় তাঁর নাম নেই, তাহলে কি আবার বাংলাদেশে ফিরে যেতে হবে? এই আতঙ্কই তাঁকে মানসিকভাবে ভীষণভাবে কাবু করে দেয়।
জানাগেছে, প্রায় ৩০ বছর আগে ক্ষিতীশবাবুর পরিবার পশ্চিমবঙ্গে এসে মেদিনীপুরে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। ভোটার তালিকায় নামও ছিল। ভোটও দিয়েছেন বহুবার। কিন্তু সাম্প্রতিক সময়ে আশপাশের মানুষজনের মুখে শোনা যায় “২০০২ সালের ভোটার তালিকায় নাম না থাকলে বাংলাদেশে ফেরত যেতে হবে”— এই কথাই গভীর ভয় সৃষ্টি করে তাঁর মনে।
পরিবারের দাবি, সেই ভয় থেকেই গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়েছেন ক্ষিতিশ মজুমদার। ইতিমধ্যেই মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বোলপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে ইলামবাজার থানার পুলিশ।
তৃণমূলের জেলা সহ সভাপতি মলয় মুখোপাধ্যায় বলেন, “এস আই আর ঘোষণা হতেই মানুষ আতঙ্কে আত্মহত্যা করতে শুরু করেছে। এর জবাব বিজেপিকে দিতে হবে। মানুষ এর জবাব দেবে।”

