অশোক সেনগুপ্ত, আমাদের ভারত, ৩ জানুয়ারি: পশ্চিমবঙ্গে এসআইআর-এর চলতি পর্যায়ে ১২টি জেলায় শুনানীকেন্দ্র বিকেন্দ্রীকরণের আর্জিতে সায় দিল নির্বাচন কমিশন। এর জন্য অনুমোদন করা হয়েছে ১৬০টি স্থান।
জেলাগুলোর মধ্যে আছে (বন্ধনীতে বিকেন্দ্রীকরণ করা স্থানের সংখ্যা) দার্জিলিং (৩৯), ঝাড়গ্রাম (১১), কালিম্পং (৪), পুরুলিয়া (৯), পশ্চিম মেদিনীপুর (১১), আলিপুরদুয়ার (৩৮), বাঁকুড়া (১৪), নদিয়া (৪), হাওড়া (৩), পশ্চিম বর্ধমান (৪), উত্তর ২৪ পরগনা (৬) ও জলপাইগুড়ি (১৭)।

শনিবার কমিশনের এক আধিকারিক এই প্রতিবেদককে জানান, নির্বাচন কমিশনের সচিব সুজিত কুমার মিশ্র রাজ্যের মুখ্য নির্বাচনী অফিসারকে চিঠিতে জানিয়েছেন, ভৌগলিক পরিমণ্ডল, ছড়িয়ে থাকা জনবসতি, অরণ্যবেষ্টিত অঞ্চল, যোগাযোগের অপ্রতুলতা ও স্থানীয় কিছু সমস্যার জন্য সংশ্লিষ্ট জেলা নির্বাচন অফিসাররা শুনানীকেন্দ্রের বিকেন্দ্রীকরণের আর্জি জানিয়েছিলেন। তা মেনে নেওয়া হ’ল।
তবে, কমিশনের তরফে এই চিঠিতে তিন দফা শর্ত আরোপ করা হয়েছে। এগুলো হল— ১) শান্তিপূর্ণ শুনানীর জন্য পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা করতে হবে, ২) শুনানী প্রক্রিয়ায় বাইরের কোনও প্রভাব বা হস্তক্ষেপ পড়বে না, শালীনতা, পূর্ণ নিরপেক্ষতা ও স্বচ্ছতা মেনে হবে শুনানীর কাজ, এবং ৩) ১৯৫০ সালের জনপ্রতিনিধিত্ব আইন ও ১৯৬০ সালের রেজিস্ট্রেশন অফ ইলেকটোরাল রুলসের পূর্ণ মর্যাদা দিয়ে এবং সময় বিশেষে কমিশনের জারি করা নির্দেশিকা মেন চালাতে হবে এসআইআর-এর শুনানীর কাজ।

