আমাদের ভারত, ১৫ ডিসেম্বর: ৮০টি আদিবাসী ধধ পরিবার আবার হিন্দু ধর্মে ফেরত এলো দেবদত্ত মাঝির নেতৃত্বাধীন সিংহ বাহিনীর উদ্যোগে। ১৪ ডিসেম্বর জিতু হেমব্রম বলিদান দিবস উপলক্ষে এই উদ্যোগ নেন তারা। মিছিল দিয়ে শুরু অনুষ্ঠান এবং ফুটবল টুর্নামেন্ট দিয়ে শেষ হয়। তবে ৮০টি খ্রিস্টান পরিবারের পূর্বপুরুষদের হিন্দু ধর্মে ফিরে আসার উদ্যোগই ছিল এই দিনের মূল আকর্ষণ।
সিংহবাহিনীর মূল নেতা দেবদত্ত মাঝি এই উদ্যোগে অংশগ্রহণের জন্য সিংহবাহিনীর কর্মী, সমর্থক ও স্থানীয় গ্রামবাসীদের ধন্যবাদ জানান। তিনি ধন্যবাদ জানিয়েছেন, স্থানীয় বিধায়ক জুয়েল মর্মুকে।
সোশ্যাল মিডিয়ায় দেবদত্ত মাজি জানান, জিতু হেমব্রম ছিলেন একজন উপজাতি নেতা ও স্বাধীনতা সংগ্রামী। যিনি জমিদারের শোষণ এবং ব্রিটিশের শাসনের বিরুদ্ধে লড়াই করেছিলেন। তিনি মালদার হাবিবপুর এলাকার একজন শ্রদ্ধেয় উপজাতি নেতা ছিলেন। যিনি স্থানীয় উপজাতি সম্প্রদায়ের অধিকার এবং মর্যাদার জন্য লড়াই করেছিলেন। ব্রিটিশ গোয়েন্দা পুলিশের গুলিতে আহত হওয়ার পর ১৯৩২ সালে ১৪ ডিসেম্বর তিনি মারা যান।
তিনি জানান, সম্প্রতি মালদার হাবিবপুর ব্লকের কেন্দ্র পুকুর ক্রসিং এ তার একটি মূর্তি উন্মোচন করা হয়েছে এবং স্থানটির নামকরণ করা হয়েছে জিতু মোর। হাবিবপুরের কোচাকান্দায় এই আদিবাসী বীর জিতু হেমব্রমের আত্মবলিদান দিবস উদযাপন উপলক্ষে সিংহবাহিনীর তরফে বড় উদ্যোগ নেওয়া হয়। সেখানে সনাতন ধর্মের অনুসারীদের অনুপ্রাণিত করার জন্য একটি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল। অন্যদিকে খ্রিস্টান মিশনারীদের ষড়যন্ত্রের প্রতিবাদ ও হিন্দু সমাজকে শক্তিশালী করার জন্য ৮০টি খ্রীস্টান পরিবারকে সনাতন ধর্মে ফিরিয়ে আনা হয়।পদ্ম পুরস্কার প্রাপ্ত গুরুমা কমলি সোরেন হোম যজ্ঞের মাধ্যমে দৃঢ় সংকল্পের সাথে এই কাজটি করেন।

