Singh Bahini, The Bengal Files, রাজ্যের মানুষকে “দ্যা বেঙ্গল ফাইলস” দেখানোর বিশেষ উদ্যোগ নিল দেবদত্ত মাজি নেতৃত্বাধীন সংগঠন সিংহবাহিনী

আমাদের ভারত, ১১ সেপ্টেম্বর: সেপ্টেম্বরে দেশজুড়ে মুক্তি পেয়েছে বিবেক অগ্নিহোত্রী পরিচালিত দ্যা বেঙ্গল ফাইলস। কিন্তু অঘোষিতভাবে পশ্চিমবঙ্গে বন্ধ রয়েছে ছবিটির প্রদর্শনী। কোনো সিনেমা হলে মুক্তি পায়নি দ্যা বেঙ্গল ফাইলস। পরিচালক জানিয়েছেন, রাজনৈতিক চাপের কারণে হল মালিকরা ছবি মুক্তিতে ভয় পেয়েছেন। সরকারিভাবে সিনেমাটি নিষিদ্ধ না হলেও পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে মালিকরা চাপে পড়ে ছবি না দেখানোর সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। এবার সেই ছবি রাজ্যের মানুষকে দেখানোর বিশেষ উদ্যোগ নিল বিজেপি নেতা দেবদত্ত মাজি নেতৃত্বাধীন সিংহ বাহিনী সংগঠন।

নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে এই প্রসঙ্গে দেবদত্ত মাজি লিখেছেন, “দ‍্য বেঙ্গল ফাইলস্ ছবিটি, পশ্চিমবঙ্গ ছাড়া ভারতের সর্বত্র সফলভাবে প্রদর্শিত হচ্ছে। ছবিটিতে পশ্চিমবঙ্গে হিন্দু নিধন ও দেশভাগের এক কালো অধ্যায়ের ইতিহাস তুলে ধরা হয়েছে।” তিনি জানান, সিংহবাহিনীর পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে ১০০০ ছাত্র- ছাত্রী এবং প্রান্তিক মানুষকে পশ্চিমবঙ্গ সংলগ্ন রাজ্যে নিঃশুল্ক এই ছবিটি দেখানোর সুযোগ করে দেওয়ার প্রচেষ্টা করা হবে।

দেবদত্ত মাজি আরো জানিয়েছেন, এর জন্য একটি গ্রুপ তৈরি করা হয়েছে। তাই যারা এই ছবিটি দেখতে ইচ্ছুক তারা এই জেলা ভিত্তিক (হাওড়া, কলকাতা, হুগলী, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া ও পশ্চিমবঙ্গের অন‍্যান‍্য জেলা) QR Code scan (সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে) করে গ্রুপে জয়েন করুন যাতে সহজেই এই বিষয়ে আপনাদের সঙ্গে যোগাযোগ করা যায়। এছাড়াও যারা এই কাজে সহযোগিতা করতে ইচ্ছুক তাঁরাও আমাদের ওই QR কোড স্ক্যান করে সিংহবাহিনীর সংগঠকদের সাথে যোগাযোগ করতে পারেন বলে জানিয়েছেন তিনি।

প্রসঙ্গত, বিবেক অগ্নিহোত্রি পরিচালিত দ্যা বেঙ্গল ফাইলস মুক্তির আগে থেকেই বিতর্কের কেন্দ্রে রয়েছে। সিনেমার ট্রেলার লঞ্চ অনুষ্ঠানেও বাধা দেওয়ার অভিযোগ উঠেছে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে। অভিযোগ তুলেছিলেন ছবির পরিচালক। এবার ছবির মুক্তির পরেও বাংলার কোনো হলেই তা চলতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেছেন পরিচালক। উদ্দেশ্য প্রণোদিতভাবে এই কাজ করা হয়েছে বলে দাবি বিবেক অগ্নিহোত্রির। তাই রাজনৈতিক পরিসরে যথেষ্ট ইঙ্গিতবাহী এই সিনেমাকে বাংলার জনগণের কাছে পৌঁছে দিতে ব্যবস্থা নিল সিংহ বাহিনী।

অন্যদিকে, রাজ্যে বেঙ্গল ফাইলস দেখানোর একটি কৌশলী উদ্যোগ নিতে চলেছে বিজেপি বলেও খবর। কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মতই আরো একটি চলচ্চিত্র উৎসব শুরু করতে চলেছে বঙ্গ বিজেপি। যেখানে দেশ-বিদেশের বিভিন্ন ছবির সঙ্গে আঞ্চলিক বাংলা ছবিও প্রদর্শিত হবে বলে শোনা যাচ্ছে। আর সেখানেই দেখানো হবে বেঙ্গল ফাইলস বলে কানাঘুষো খবর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *