ডেঙ্গির বাড়বাড়ন্ত হতেই নড়েচড়ে বসেছে শিলিগুড়ি পুরনিগম, নেওয়া হয়েছে একাধিক পদক্ষেপ

আমাদের ভারত, শিলিগুড়ি, ৩০ জুলাই: শহরে ফের ডেঙ্গির বাড়বাড়ন্ত হতেই নড়েচড়ে বসেছে শিলিগুড়ি পুরনিগম। মেয়র গৌতম দেব এদিন জানান, ‘‌এখনও ডেঙ্গি উদ্বেগজনক জায়গায় নেই। তবে আমরা এটাকে ছোট করে দেখতে নারাজ। যেহেতু ডেঙ্গি সংক্রমণ হচ্ছে, ফলে আমরা কোমড় বেঁধে সচেতনতার প্রচারে নামব। কোথাও যাতে জল জমা না থাকে, নোংরা আবর্জনা পরিস্কারে জোর দেওয়া থেকে মাইকে মানুষকে সচেতন করার কাজে নেমে পড়ছি। মুখ্যমন্ত্রী এসব নিয়ে ধারাবাহিক কাজ করতে বলেন। আমরা সেটাও চালিয়ে যাব। পাশাপাশি করোনা নিয়েও সমানতা প্রচার চলবে।’‌

শিলিগুড়ি পুরনিগমের কমিশনার সোনাম ওয়াংদি ভুটিয়াও জানান, ডেঙ্গি প্রতিরোধে ইতিমধ্যে নানারকম পদক্ষেপ নেওয়া হয়েছে। জানা গেছে, বিগত ৫ দিনে নতুন ৭ জনের দেহে ডেঙ্গির জীবাণু পাওয়া গিয়েছে৷ সেই কারণে শহরের বিভিন্ন ওয়ার্ডে ধোঁয়া ও মশার তেল দেওয়া হচ্ছে৷ মানুষকে মশারি টাঙিয়ে ঘুমনোর আবেদন জানানো হচ্ছে। পাশাপাশি প্রতিটি ওয়ার্ডে মশা মারার তেল, ব্লিচিং দেওয়া হচ্ছে। এছাড়া বলা হচ্ছে কেউ জ্বরে আক্রান্ত হলেই ঘরোয়া চিকিৎসা নয়, সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে গিয়ে রক্ত পরীক্ষা করে সঠিক চিকিৎসা শুরু করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *