আমাদের ভারত, জলপাইগুড়ি, ২৫ মার্চ: জলপাইগুড়ি আর্ট গ্যালারিকে ঢেলে সাজানোর উদ্যোগ গ্রহণ করল শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষ (এসজেডিএ)। শনিবার আর্ট গ্যালারি পরিদর্শন করে একথা জানালেন এসজেডিএ চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী।
কয়েক বছর আগে এই আর্ট গ্যালারি রক্ষণাবেক্ষণের দ্বায়িত্বে ছিল এক বেসরকারি সংস্থা। ২০১৭ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর্ট গ্যালারিতে প্রশাসনিক বৈঠক করেছিলেন। তারপর থেকে আর্ট গ্যালারির রক্ষণাবেক্ষণ হয়নি বলাই চলে। একাংশ চেয়ার ভেঙ্গে গিয়েছে, শীততাপ নিয়ন্ত্রণের যন্ত্র বিকল, মঞ্চের খারাপ পরিস্থিতি, পর্দার অবস্থা খারাপ।
অন্যদিকে পুরো আর্ট গ্যালারি চত্বর নোংরা, পরিবেশ রক্ষণাবেক্ষণের অভাব। এই পরিস্থিতিতে বিভিন্ন অনুষ্ঠান হলে সমস্যায় পরতে হচ্ছে শহরবাসীকে। দ্রুত সমস্যা সমাধানে উদ্যোগী হল এসজেডিএ। ইতিমধ্যে এসজেডিএ বোর্ড মিটিংয়ে আর্ট গ্যালারি সংস্কার করার দাবি তুলেছেন জলপাইগুড়ির বিধায়ক প্রদীপ কুমার বর্মা। এদিন চেয়ারম্যানের সঙ্গে বিধায়ক ও এসজেডিএ আধিকারিকরা ছিলেন। আর্ট গ্যালারিতে আলাদা করে একটি ক্যাফেটেরিয়া করা হবে।
সৌরভ বলেন,”আর্ট গ্যালারির একটা ঐতিহ্য রয়েছে। দশ বছরের জন্য বেসরকারি সংস্থাকে দেওয়া হয়েছিল। তাঁদের মেয়াদ শেষ হয়ে গিয়েছে। এই কারণে নতুন করে ঝাঁ চকচকে করে তোলা হবে আর্ট গ্যালারি। আগামী সপ্তাহে টেন্ডার হবে, বর্ষার মধ্যে কাজ শুরু হবে, বর্ষার মধ্যেই কাজ শেষ করার বড় পরিকল্পনা রয়েছে। সারা বছর এখানে নাটক, নাচ, গান বিভিন্ন প্রশিক্ষন ও প্রতিযোগিতা চলবে।”