আমাদের ভারত, নন্দীগ্রাম, ১০ জানুয়ারি: নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর সহায়তা কেন্দ্র তথা প্রাক্তন বিধায়কের অফিস ভাঙ্গচুরের প্রতিবাদে আজ নীরব প্রতিবাদ মিছিল করলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী।

নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর সহায়তা কেন্দ্র ভাঙ্গচুরের ঘটনা ও বিজেপির গেট এবং পতাকা পোড়ানোর প্রতিবাদে আজ সকালে নন্দনায়কবাড় থেকে মৌন মিছিল করল শুভেন্দু অধিকারীর নেতৃত্বে। এই মৌন মিছিলের নেতৃত্বে ছিলেন স্বয়ং শুভেন্দু অধিকারী। এই নীরব প্রতিবাদ মিছিলে অংশ নেয় বহু মানুষ। মিছিল থানায় গিয়ে শেষ হওয়ার পরে সেখানে একটি ছোট সভা করেন শুভেন্দু অধিকারী। সভা মঞ্চ থেকে শুভেন্দু অধিকারী বলেন, এই সহায়তা কেন্দ্র নন্দীগ্রামের মানুষের সেবায় নিয়োজিত ছিল। এই অফিস ভাঙ্গচুর কারা করেছে আমি জানি। সিসিটিভিতে পুরো ঘটনার ছবি আমি পেয়েছি। নিরাপত্তার কারণে আমি অফিসটা বন্ধ রাখছি এখন। তিনি আরও বলেন, যারা পাঁচটা পয়সা দেয় না, পাঁচতলা ছয়তলা বাড়ি, গুস্টিসুদ্ধ চাকরি নিয়েছে, মাছের ভেড়ি, খাসজমি দখল এই সমস্ত করেছে তারাই আজকে এই ঘটনা ঘটাচ্ছে। তিনি উপস্থিত দলীয় কর্মীদের অভয় দিয়ে বলেন, এর আগেও আমি বহুবার আক্রান্ত হয়েছি। শারীরিকভাবেও নিগৃহীত হয়েছি। এইসবে ভয় আমি পাই না। আপনারাও এইসবে ভয় পাবেন না। নির্বাচনী বিধি চালু করতে দিন। আধা সামরিক বাহিনী আর ইলেকশন কমিশনের রোলটা দেখবেন। শুভেন্দু অধিকারী বলেন, ওরা বলছে নন্দীগ্রাম আন্দোলন নাকি আমার নিজের আন্দোলন আমি বলছি, আপনারা শুনে রাখুন এই আন্দোলন আমারও নয় মমতা ব্যানার্জিরও নয় এটা নন্দীগ্রাম মানুষের আন্দোলন।

তিনি বলেন, আমি এখানে বলতে এসেছি, আমার অফিসটা এখন বন্ধ থাকছে। ভারতের জনতা পার্টির অফিসে যোগাযোগ রাখবেন তারা সবাইকে সাহায্য করবে। আর আমার পরিমিত নিরাপত্তার জন্য অফিসটা কয়েকদিন বন্ধ রাখছি। তিনি আজও আবার নাম না করে অভিষেককে তোলাবাজ ভাইপো বলে কটাক্ষ করেছেন। তিনি বলেন, পদ্মফুল ফুটবে বিজেপি সরকার আসবে। আর পুলিশ খুব চাপে আছে আমায় বলছে আমরা খুব চাপে আছি। আমি যাদের দেখেছি সিসিটিভি ফুটেজ আমার অফিস থেকে এফআইআর করা হয়েছে। শেষে তিনি বলেন, বিজেপি সরকার আসছে পদ্মফুল ফুটবে আপনারা নিশ্চিন্তে থাকুন।

