কুমারেশ রায়, আমাদের ভারত, ২৯ অক্টোবর: শুভেন্দুকে নিয়ে ক্রমেই চলছে রাজ্যের রাজনৈতিক পারদ। আর এরই মাঝে গত কয়েকদিন আগে রাজ্যের মন্ত্রী শুভেন্দু অধিকারীর নামাঙ্কিত তোরণ ছিঁড়ে দেওয়ার অভিযোগ উঠেছিল পশ্চিম মেদিনীপুর জেলার বেলদাতে। আর এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে বেলদা শহরে মৌন মিছিল করল শুভেন্দু অধিকারীর অনুগামীরা। বৃহস্পতিবার সকালে “আমরা দাদার অনুগামী”র পক্ষ থেকে একটি মৌন পদযাত্রা করে। উক্ত পদযাত্রাতে মন্ত্রীর ছবি গলায় ঝুলিয়ে পা মেলান জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা শুভেন্দুর অনুগমীরা।