আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ৯ অক্টোবর:
বিজেপি নেতা মণীশ শুক্লা পেশায় আইনজীবী ছিলেন। তিনি নিয়মিত ব্যারাকপুর মহকুমা আদালতে প্র্যাকটিস করতেন। ব্যারাকপুর মহকুমা আদালতের আইনজীবী মণীশ শুক্লার হত্যা মেনে নিতে পারছেন না বারাসাত আদালতের আইনজীবীরা।
এদিন মণীশ হত্যার ঘটনায় সিবিআই তদন্ত চেয়ে বারাসাত আদালত ভবন থেকে বারাসাত জেলা আদালতের আইনজীবীদের মৌন মিছিল বের হয়। উত্তর ২৪ পরগনার বারাসাত আদালত প্রাঙ্গণে বিজেপি নেতা ও আইনজীবী মণীশ শুক্লার খুনের ঘটনায় আইনজীবীদের মৌন মিছিলে শামিল হন বারাসাত আদালতের কয়েকশো আইনজীবী।
তাদের দাবি, সতীর্থ আইনজীবী মণীশ শুক্লাকে যেভাবে নিশংস ভাবে খুন করা হয়েছে, তার সঠিক তদন্ত করে দোষীদের উপযুক্ত শাস্তি দিতে হবে। আইনজীবীদের এই মৌন মিছিল বারাসাত শহর পরিক্রমা করে।