আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ১২ আগস্ট: আরজিকর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মৌমিতা দেবনাথকে ধর্ষণ ও নৃশংস খুনের বিচার বিভাগীয় তদন্ত, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি সহ তাম্রলিপ্ত গর্ভমেন্ট মেডিকেল কলেজে কর্তব্যরত স্টাফদের নিরাপত্তা, ছাত্র- চিকিৎসক ও নার্স হোস্টেলের নিরাপত্তা সুনিশ্চিতের দাবিতে আজ মেডিকেল সার্ভিস সেন্টারে পূর্ব মেদিনীপুর জেলা কমিটির পক্ষ থেকে তমলুক হাসপাতাল চত্বর সহ হাসপাতাল মোড়ে এক মৌন মিছিল হয়। মিছিলে প্রায় পাঁচ শতাধিক মেডিকেল ছাত্রছাত্রী চিকিৎসক অংশগ্রহণ গ্রহণ করেন। তারা হাসপাতালের সুপার ও কলেজের প্রিন্সিপালকে ওই সংক্রান্ত দাবিদাওয়া যুক্ত স্মারকলিপি জমা দেন।
মিছিলের নেতৃত্বে ছিলেন মেডিকেল সার্ভিস সেন্টারের সর্বভারতীয় সম্পাদক ডাঃ ভবানী শংকর দাস, সহ-সভাপতি ডাঃ বিশ্বনাথ পড়িয়া, ডাঃ জয়দেব ঘড়া, ডাঃ কালিশংকর পাত্র, রামচন্দ্র সাঁতরা, লীনা দাস প্রমুখ। শেষে সংগঠনের পক্ষ থেকে হাসপাতাল মোড়ে এক বিক্ষোভ সভা অনুষ্ঠিত হয়। সভায় ওই নারকীয় ঘটনার তীব্র প্রতিবাদ জানানো হয়।