ইন্ডিয়া গেটের কাছে নেতাজি মূর্তি প্রতিষ্ঠার দাবিতে সিগনেচার ক্যাম্পেন

আমাদের ভারত, কলকাতা, ১৭ নভেম্বর: “আপনার একটি স্বাক্ষর বদলে দিতে পারে ভারতবর্ষের ইতিহাস, গৌরবান্বিত করতে পারে সেই মানুষটিকে যে মানুষটি ভারত মায়ের পায়ে উজাড় করে দিয়েছেন তার সমস্ত কিছু| সময় এসেছে তাঁর আত্মত্যাগকে যোগ্য সম্মান দেওয়ার| যিনি ইতিহাস সৃষ্টি করেছেন এতদিন পরেও যদি তাঁকে যোগ্য সম্মান দেওয়া না যায় তাহলে ইতিহাস আমাদের কোনও দিন ক্ষমা করবে না| তিনি বাংলা তথা ভারত মায়ের গৌরব, তিনি আমাদের সকলের প্রিয় নেতাজী| তাই আসুন বন্ধুরা নিচের দেওয়া লিংকে ক্লিক করে স্বাক্ষরের মাধ্যমে আমাদের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আবেদন রাখি যে ২০২১ এ নেতাজির ১২৫ তম জন্মবার্ষিকীতে ইন্ডিয়া গেটের কাছে ওয়ার মেমোরিয়াল এর সামনে যে ছত্রী আছে সেখানে নেতাজির মূর্তি প্রতিষ্ঠা করা হোক।
Signature Campaign Link :- http://chng.it/pmc7MKwt

টুইটারের মাধ্যমে এই প্রচার শুরু করেছেন দেবদত্ত মাজি। তিনি নিজেকে একজন সমাজকর্মী হিসাবে পরিচয় দিয়ে এই আবেদন জানিয়েছেন। তাঁর এই আবেদনে ইতিমধ্যেই সাড়া দিয়েছেন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিডি বক্সি এবং অনেক অভিনেতা অভিনেত্রী।

ছবি: দেবদত্ত মাজি।
পোস্টটি ভাইরাল হতে শুরু করেছে। ইতিমধ্যেই ৫৫০০ জনের বেশি স্বাক্ষর করেছেন। রাজ্যের ৪২ সাংসদ যাতে এই বিষয়টি নিয়ে দিল্লিতে সোচ্চার হন তার আবেদন জানিয়েছেন দেবদত্ত মাজি। শুধু সমাজসেবকই নন, দেবদত্ত মাজি সিংহবাহিনীর প্রতিষ্ঠাতা সভাপতি। তাঁর এই সংগঠন হিন্দুদের স্বার্থে কাজ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *