সাথী প্রামানিক, পুরুলিয়া, ১৬ এপ্রিল: মাস্ক জরুরি। অথচ বাজারে তা সহজলভ্য নয়। পুরুলিয়া জেলার বিভিন্ন গ্রামাঞ্চলের মানুষের কাছে দুঃস্প্রাপ্যও। এই অবস্থায় ওই সব অসহায় মানুষের হাতে পৌঁছে দিতে নিজেরাই মাস্ক তৈরি করল পুরুলিয়ার সিধো কানহো বিরসা বিশ্ববিদ্যালয়। শুরু করল ওই হোম মেড মাস্ক বিতরণও।
এর আগে তাদের নিজেদের পরীক্ষাগারে হ্যান্ড স্যানিটাইজার তৈরি করে পুরুলিয়ার বাজারে সহজলভ্য করে এই শিক্ষা প্রতিষ্ঠান। রাজ্য তথা দেশের এই সংকট কালে পুরুলিয়ার সিধো কানহো বিরসা বিশ্ববিদ্যালয়ের অবদানকে কুর্ণিশ জানাচ্ছেন পুরুলিয়াবাসী। ওই
বিশ্ববিদ্যালয়ের ভাতৃত্ব ও এনএসএস এক যোগে এই কাজ করছে। আগামী দিনেও এই কাজ চালিয়ে যাবে বলে জানানো হয়েছে।